• ঢাকা
  • রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

‘নির্বাচনের তারিখ ঘোষণা হয়নি, অথচ পিআর দাবিতে সমাবেশ করছে একটি দল’


নিজস্ব প্রতিবেদক জুলাই ১৯, ২০২৫, ০৯:১৩ পিএম
‘নির্বাচনের তারিখ ঘোষণা হয়নি, অথচ পিআর দাবিতে সমাবেশ করছে একটি দল’

ঢাকা: নির্বাচনের দিন-তারিখ ঘোষণা হয় নাই, অথচ এখনি পিআর পিআর করে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করছে একটি দল।

শনিবার (১৯ জুলাই) রাজধানীর বনানীর একটি হোটেলে ‘জুলাইয়ের অভ্যুত্থান ও গুজবের রাজনীতি’ বিষয়ক সেমিনারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এ মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, যেখানে ইলেকট্রনিক্স ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দিতে জনগণ অভ্যস্ত না, সেক্ষেত্রে পিআর পদ্ধতিতে আদৌও কি সরকার গঠন সম্ভব? 

তিনি বলেন, সোহরাওয়ার্দী উদ্যানকে নির্বাচনী এলাকা ঘোষণা করা হলে যারা একটা সিট পাবে, তারাই পিআর পিআর করে চিল্লাছেন।

এসময় গণঅভ্যুত্থানকে টিকিয়ে রাখতে নির্বাচিত সরকার প্রয়োজন জানিয়ে বিএনপির এই নেতা বলেন, গত ৫ আগস্টের আগে সবাই এক ছিলাম, এখন সবাই আলাদা হয়ে গেলাম। জামায়াত-বিএনপি-এনসিপি বিভক্ত হয়ে গেছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, কয়েকটি সিটের আশায় রাজনৈতিক ক্ষুদ্র স্বার্থ না ছাড়লে, দেশের বড় পরিবর্তন সম্ভব নয়। আর যাতে ফ্যাসিবাদের পুনরুত্থান না হয় সেদিকে সকল রাজনৈতিক দলকে সোচ্চার হতে হবে।
 
তিনি বলেন, জাতীয় নির্বাচন যতো সামনে আসবে, গুজব ও অপপ্রচার তত বেড়ে যাবে। আসন্ন নির্বাচনে এআই ও গুজব মোকাবিলা না করতে পারলে নির্বাচন আয়োজন কঠিন হবে।

এআর

Wordbridge School
Link copied!