• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

উত্তরায় বিমান দুর্ঘটনায় তারেক রহমানের শোক প্রকাশ


নিজস্ব প্রতিবেদক জুলাই ২১, ২০২৫, ০৪:৪৯ পিএম
উত্তরায় বিমান দুর্ঘটনায় তারেক রহমানের শোক প্রকাশ

ঢাকা: রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজের কাছে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় শোক ও সমবেদনা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সম্মিলিত পেশাজীবী পরিষদের আয়োজিত আলোচনা সভার শুরুতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই শোক প্রকাশ করেন।

তারেক রহমান বলেন, 'উত্তরায় ভয়াবহ একটি বিমান দুর্ঘটনায় একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ধরনের হৃদয়বিদারক ঘটনা যাতে আর কারো জীবনে না আসে, সে জন্য আমরা সৃষ্টিকর্তার নিকট দোয়া চাই।'

দুর্ঘটনার পরপরই দলীয় পর্যায়ে তাৎক্ষণিক সাড়া দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের উদ্ধার তৎপরতায় অংশ নেওয়ার নির্দেশ দেন। পাশাপাশি দুর্ঘটনাস্থলে মেডিকেল টিম পাঠানোরও নির্দেশনা দেন তিনি।

দলের পক্ষ থেকে নিহত ব্যক্তির পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে।

এআর

Wordbridge School
Link copied!