• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

এনসিপির নোয়াখালী ও লক্ষ্মীপুরের পদযাত্রা স্থগিত


নিজস্ব প্রতিবেদক জুলাই ২১, ২০২৫, ০৬:১৭ পিএম
এনসিপির নোয়াখালী ও লক্ষ্মীপুরের পদযাত্রা স্থগিত

ঢাকা: রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার পদযাত্রা কর্মসূচি স্থগিত করা হয়েছে।

সোমবার (২১ জুলাই) বিকেলে এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য এহসানুল মাহবুব জোবায়ের গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি ও দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশ হিসেবে আগামীকাল মঙ্গলবার (২২ জুলাই) এ দুই জেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা অংশ নেওয়ার কথা ছিল।

এ ছাড়া বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। আহতদের পাশে বাংলাদেশের সব মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এনসিপি যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন গণমাধ্যমকে জানিয়েছেন, নেতাকর্মীরা নোয়াখালী অবস্থান করছেন। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন এবং যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ঢাকায় ফিরছেন।

আইএ

Wordbridge School
Link copied!