• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ট্রাম্পের ট্যারিফ বড় বিপদে ফেলতে পারে : মির্জা ফখরুল


নিজস্ব প্রতিবেদক:  জুলাই ২৬, ২০২৫, ১২:২৯ পিএম
ট্রাম্পের ট্যারিফ বড় বিপদে ফেলতে পারে : মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 'ট্রাম্পের ট্যারিফ সামনে বড় বিপদে ফেলতে পারে। মনে রাখবেন, রাজনৈতিক দল দেশের উন্নয়নে জনস্বার্থে সবসময় ইতিবাচক ভুমিকা পালন করবে।'

শনিবার (২৬ জুলাই) ড. হোসেন জিল্লুর রহমানের লেখা বই 'অর্থনীতি শাসন ও ক্ষমতা: যাপিত জীবনের আলেখ্য'-এর প্রকাশ ও আলোচনা সভায় তিনি কথাগুলো বলেন।

মির্জা ফখরুল বলেন, আগে যে ব্যবসায়ীকে তিন লাখ টাকা চাঁদা দিতে হতো, এখন তাকে পাঁচ লাখ টাকা চাঁদা দিতে হচ্ছে। কোথাও কোনো সুশাসন ও নিয়ন্ত্রণ নেই। পুলিশে কোনো পরিবর্তন হয়নি।

বিএনপি মহাসচিব বলেন, 'রাতারাতি সংস্কার করে ফেলা সম্ভব নয়। এজন্য সময় লাগবে। তবে সেজন্য গণতান্ত্রিক চর্চা বাদ দিয়ে বসে থাকা যাবে না। কোনো কিছু চাপিয়ে দেওয়া ঠিক হবে না। এজন্য কোনোরকম বিলম্ব না করে অতি দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে হবে। গণতান্ত্রিক উপায়ে জনগণের প্রতিনিধিকে সংসদে পাঠিয়ে সংস্কার করতে হবে।'

পিএস

Wordbridge School
Link copied!