• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু কাল


নিজস্ব প্রতিবেদক আগস্ট ২, ২০২৫, ০৩:১৭ পিএম
শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু কাল

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথম সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আগামীকাল রোববার (৩ আগস্ট)। একইসঙ্গে ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে সূচনা বক্তব্য সরাসরি সম্প্রচার করা হবে।

শনিবার (২ আগস্ট) এ তথ্য জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম।

গত ১০ জুলাই ট্রাইব্যুনাল-১ বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরির আদেশ দেন।

ওইদিন জানানো হয়েছিল, মামলাটিতে ৩ আগস্ট সূচনা বক্তব্য এবং ৪ আগস্ট থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হবে। তবে প্রসিকিউটর গাজী তামিম জানিয়েছেন, সাক্ষ্যগ্রহণের প্রক্রিয়া কাল থেকেই শুরু হবে।

এ মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল পলাতক থাকলেও, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বর্তমানে কারাগারে আটক রয়েছেন। মামুন নিজের অপরাধ স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন বলেও জানা গেছে।

ওএফ

Wordbridge School
Link copied!