• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

রাজধানীতে এনসিপি ও ছাত্রদলের পৃথক সমাবেশ আজ


নিজস্ব প্রতিবেদক আগস্ট ৩, ২০২৫, ০৯:৪১ এএম
রাজধানীতে এনসিপি ও ছাত্রদলের পৃথক সমাবেশ আজ

ঢাকা: জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আজ (রোববার) রাজধানী ঢাকায় পৃথক তিনটি রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মসূচি আয়োজন করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল (ছাত্রদল) ও সাইমুম শিল্পগোষ্ঠী। সমাবেশগুলোর কেন্দ্রস্থল শাহবাগ, কেন্দ্রীয় শহীদ মিনার এবং সোহরাওয়ার্দী উদ্যান হওয়ায় নগরজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি এবং ট্রাফিক নিয়ন্ত্রণের ফলে জনদুর্ভোগের আশঙ্কা করা হচ্ছে।

দলীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় শহীদ মিনারে আজ বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ‘জুলাই ঘোষণাপত্র ও সনদের’ দাবিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জনসমাবেশ করবে। সেখানে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা করা হবে বলে জানিয়েছে দলটি। সামাজিক যোগাযোগমাধ্যমে এনসিপির অফিসিয়াল পেজে জানানো হয়েছে, “ইতিহাসের এই সন্ধিক্ষণে দেখা হচ্ছে আপনাদের সাথে।”

অন্যদিকে, একই সময় দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শাহবাগ মোড়ে ‘ছাত্র সমাবেশ’ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছাত্রদলের নেতাকর্মীরা জানান, এই সমাবেশে শহীদ পরিবারের সদস্য এবং আহতদেরও উপস্থিত থাকার কথা রয়েছে।

তবে শহীদ মিনারে সমাবেশ করার প্রাথমিক সিদ্ধান্ত থাকলেও পরবর্তীতে এনসিপির অনুরোধে উদারতা ও পারস্পরিক সম্মান দেখিয়ে সমাবেশস্থল পরিবর্তন করেছে ছাত্রদল। সংগঠনের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এক বিবৃতিতে জানান, “একটি গণতান্ত্রিক ও পরমতসহিষ্ণু ছাত্রসংগঠন হিসেবে আমরা সমাবেশের স্থান পরিবর্তন করেছি। তবে রাজধানীতে কর্মদিবসে জনদুর্ভোগের বিষয়টি মাথায় রেখেই আগাম দুঃখ প্রকাশ করছি।”

এদিকে, সাইমুম শিল্পীগোষ্ঠীর আয়োজনে আজ সোহরাওয়ার্দী উদ্যানে ৩৬ জুলাই কালচারাল ফেস্ট ‘জুলাই জাগরণ’-এর তৃতীয় দিনের অনুষ্ঠান চলছে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত।

তিনটি বড় সমাবেশকে ঘিরে আইন-শৃঙ্খলা বাহিনী রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ, বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, কিছু সড়কে ডাইভারশন ও গণপরিবহন নিয়ন্ত্রণসহ চলাচলে বিধিনিষেধ জারি করা হয়েছে।

ডিএমপি জানিয়েছে, কাঁটাবন মোড় থেকে আজিজ সুপার মার্কেট ও পিজি হাসপাতালের মাঝের গলি দিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত অ্যাম্বুলেন্স ও জরুরি সেবা চালু থাকবে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রদলের কোনো ইউনিটের গাড়ি প্রবেশ করতে পারবে না এবং কোনো শোডাউন কিংবা মিছিল নিষিদ্ধ করা হয়েছে।

ছাত্রদল তাদের নেতাকর্মীদের ৬ দফা নির্দেশনা দিয়েছে, যাতে সমাবেশ শৃঙ্খলার মধ্যে পরিচালিত হয় এবং জনদুর্ভোগ কমানো যায়। এর মধ্যে রয়েছে ব্যানার-প্ল্যাকার্ড ব্যবহার না করা, নিজ নিজ ইউনিটের নিয়ন্ত্রিত অংশগ্রহণ, এবং সমাবেশ শেষে স্থান পরিষ্কার করে যাওয়া।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম শনিবার এক সংবাদ সম্মেলনে বলেন, “৩ আগস্টে একাধিক কর্মসূচি ও এইচএসসি পরীক্ষা থাকায় কিছুটা যানজট সৃষ্টি হতে পারে। আমরা নগরবাসীর সহনশীলতা কামনা করছি।”

এদিকে, কর্তৃপক্ষও নগরবাসীকে পরিস্থিতি বুঝে চলাচল এবং জরুরি প্রয়োজন ছাড়া সমাবেশস্থল ও আশপাশের এলাকা এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছে।

ওএফ

Wordbridge School
Link copied!