ঢাকা : ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ বলেছেন, “ইসলামী আন্দোলন বাংলাদেশ বসে থাকবে না। আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আমরা যা করণীয় তাই করব। ভোট চুরি বা ডাকাতি করতে দেয়া হবে না। কেউ মাস্তানি করলে তাকে প্রতিহত করা হবে। মানুষের ভোটের অধিকার নিশ্চিত করতেই হবে।”
শনিবার (১৬ আগস্ট) দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সাংগঠনিক ও প্রশিক্ষণ বিভাগের কর্মশালা তিনি কথাগুলো বলেন।
মাওলানা ইউনুস আহমেদ বলেন, স্বাধীনতার পর থেকে প্রায় প্রতিটি নির্বাচনে ভোট চুরি, কারচুপি ও সহিংসতার ঘটনা ঘটেছে। ফলে জনগণের মতামতের প্রতিফলন রাষ্ট্র পরিচালনায় হয়নি। গত ১৫ বছরে এ অবস্থা চূড়ান্ত রূপ নিয়েছে।
তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের পরে জনগণের প্রত্যাশা ছিল নির্বাচনী সংস্কার হবে এবং রাজনৈতিক সংস্কৃতিতে শুদ্ধতা আসবে। কিন্তু কিছু রাজনৈতিক দলের মনোভাব ও সহিংসতার পুরোনো চিত্র সেই প্রত্যাশাকে হতাশ করেছে।
কর্মশালায় বক্তব্য দেন দলটির যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। তিনি বলেন, বিএনপি গণতন্ত্রের কথা বললেও নিজেরাই নিয়মতান্ত্রিক কমিটি গঠন করতে ব্যর্থ। এমন একটি সহিংসতাপ্রবণ দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেই ইসলামী আন্দোলনকে নির্বাচন করতে হবে। এজন্য সাংগঠনিক শক্তি বৃদ্ধি, দাওয়াতি কার্যক্রম ও নির্বাচনী কৌশল আয়ত্তে মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।
কর্মশালায় আরও উপস্থিত ছিলেন সহকারী মহাসচিব মাওলানা আহমদ আব্দুল কাউয়ুম, ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আরিফুল ইসলাম, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি মোস্তফা কামাল, ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জিএম রুহুল আমীন, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট এম হাসিবুল ইসলাম, দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী, কেন্দ্রীয় সহ-প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলানা কে এম শরীয়াতুল্লাহ, সহ দপ্তর সম্পাদক এডভোকেট বরকতুল্লাহ লতিফ প্রমুখ।
এস/পিএস







































