ঢাকা: ভোট, নির্বাচন পদ্ধতি, সংবিধান, রাষ্ট্র সংস্কার ও জুলাই হত্যার বিচার—এসব ইস্যু নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে চলছে তীব্র বিতর্ক। বিএনপির শীর্ষ নেতারা আশঙ্কা করছেন, সময়মতো নির্বাচন না হলে মাথাচাড়া দেবে ফ্যাসিবাদ, পাশাপাশি মৌলবাদ ও চরমপন্থার উত্থান ঘটতে পারে।
তবে এ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ রয়েছে। নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাদের মতে, বিএনপির এ বক্তব্য আসলে আওয়ামী লীগের পুরনো বয়ান, যা দেশের অনেক মানুষকে ভুক্তভোগী করেছে।
এনসিপি নেতা আরিফুল ইসলাম আদীব বলেন, মৌলবাদ বা চরমপন্থা নিয়ে এক ধরনের রাজনৈতিক ট্যাগিং আমরা দেখে থাকি। এর ভুক্তভোগী কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেই। গত ১৫ বছরে শেখ হাসিনা যে ফ্যাসিবাদ কায়েম করেছেন, সেখানে মৌলবাদ বা চরমপন্থার ট্যাগই ছিল প্রধান দমননীতি।
এদিকে বাম দলের নেতাদের প্রশ্ন—ধর্মভিত্তিক রাজনৈতিক প্রোপাগান্ডার পেছনে সরকারের কোনো মদদ আছে কি না।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, বিভিন্ন জায়গায় নারীদের নিয়ে বিদ্বেষ হচ্ছে। ধর্মকে সামনে রেখে রাজনৈতিক প্রোপাগান্ডা সামনে আসছে। রাষ্ট্রের জমিন কখনো মৌলবাদকে মেনে নেয়নি, এখনো নেবে না। তবে এর পেছনে রাজনৈতিক শক্তি বা সরকারের মদদ আছে কি না তা খতিয়ে দেখা জরুরি।
অন্যদিকে বিএনপি নেতাদের অভিযোগ, যখন জনগণ নির্বাচনমুখী, তখন কিছু ধর্মভিত্তিক দল শর্তের বেড়াজাল তৈরি করে নির্বাচন বানচালের ষড়যন্ত্রে নেমেছে। এতে মৌলবাদ ও চরমপন্থার ঝুঁকি আরও বাড়ছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, নির্বাচন বানচালের চেষ্টা যারা করছে, তারা গণতন্ত্রের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। ইতিহাস বলে, এ ধরনের পরিস্থিতিতেই মৌলবাদ ও উগ্রপন্থার জন্ম হয়। তাই সংকট নিরসনে দ্রুত নির্বাচন প্রয়োজন।
তিনি আরও বলেন, নতুন করে দেশে নির্বাচনের সুযোগ এসেছে। সেই সুযোগ থেকে জনগণকে বঞ্চিত করার চেষ্টা করছে জামায়াতসহ কিছু ধর্মভিত্তিক দল। এর মাধ্যমেই উগ্রবাদ ও মৌলবাদের উত্থান ঘটাতে চাইছে তারা। সবাই যখন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, তখন কোনো রাজনৈতিক দলের শর্ত আরোপ যৌক্তিক নয়।
অন্যদিকে জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মো. মুজিবুর রহমান বলেন, আমরা আল্লাহর আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠার জন্য কাজ করছি। এটাকে যদি কেউ মৌলবাদ বলে গালি দিতে চান, সেটা তাঁর ব্যাপার। মৌলবাদ কোনো গালি নয়, এটি মানুষের কল্যাণকামী একটি মতবাদ।
ওএফ







































