ঢাকা : বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ফজলুর রহমান বলেছেন, ‘না, তাদেরকে আমি কালো শক্তি বলি নাই। আপনারা আমাকে দেখান, তারপর আমি বলবো। যদি প্রমাণ হয় তাহলে আমি ক্ষমা চাইবো। মুক্তিযুদ্ধের বিষয়ে আপোস করবো না। মব বা মৃত্যুতে আমার ভয় নেই।
সোমবার (২৫ আগস্ট) হাইকোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের সমসাময়িক বিষয় নিয়ে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।
৫ আগস্টকে কেন্দ্র করে বক্তব্যের বিষয়ে তিনি বলেন, কোনো ভাইরাল হয় নাই। ইউটিউবে অনেক কিছু করা যায়। আমার সমস্ত বক্তব্য আপনারা দিতে বলেন। আমার বক্তব্য সামনে এসে বাজান। যদি আমার কোনো ভুল হয়ে থাকে, কেউ যদি আমাকে বুঝাতে পারে যে আপনি ভুল বলছেন, তাহলে আমি সঙ্গে সঙ্গে ক্ষমা চাইবো। কিন্তু পুরা বক্তব্য বাজাতে হবে।
বিএনপির এই নেতা বলেন, আমাকে হত্যা করতে চায়, সংবিধানে আমার বাঁচার অধিকার আছে। আমার কথায় কেউ যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে আমার বিরুদ্ধে মামলা করতে পারেন, আমাকে গ্রেপ্তার করতে পারেন। কিন্তু আমাকে হত্যা করার কথা বলছেন কেন। একজন মুক্তিযোদ্ধা হিসাবে কি আমার বাঁচার অধিকার নেই।
বিএনপির পক্ষ থেকে দেয়া কারণ দর্শানো নোটিশের বিষয়ে ফজলুর রহমান বলেন, রোববার রাত ৯টার দিকে আমি নোটিশ পেয়েছি। একজন বার্তাবাহক নোটিশ আমার বাসায় পৌঁছে দিয়ে গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি নোটিশের জবাব দেয়ার।
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান নিয়ে ক্রমাগত বিতর্কিত ও বিভ্রান্তিকর মন্তব্য করার অভিযোগে ফজলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে তাকে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।
পিএস







































