• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

হত্যার উদ্দেশ্যেই নুরের ওপর হামলা : মির্জা ফখরুল


নিজস্ব প্রতিবেদক:  সেপ্টেম্বর ২, ২০২৫, ০৩:১৯ পিএম
হত্যার উদ্দেশ্যেই নুরের ওপর হামলা : মির্জা ফখরুল

ঢাকা : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে হত্যার উদ্দেশ্যেই তার ওপর হামলা করা হয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নুরুল হক নুরকে দেখতে আসেন বিএনপির মহাসচিব। পরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, নুরের অবস্থা আগের চেয়ে ইমপ্রুভ হলেও ক্রিটিক্যাল অবস্থায় আছে। তার যে জায়গাগুলোতে ইনজুরি হয়েছে, সে জায়গাগুলো খুব ফ‍্যাটাল। সে এখনো খেতে পারছে না, তাকে পাইপ দিয়ে লিকুইড খেতে হয়। তার রিকভারি হতে সময় লাগছে, তাকে দেশের বাইরে পাঠানো দরকার।

তিনি বলেন, অভ্যুত্থানের পরও আইন প্রয়োগকারী সংস্থা যদি আমাদের নেতাদের ওপর এভাবে আক্রমণ করে, তাহলে সাধারণ মানুষকে কী করছে, চিন্তা করেন। এটা আমি কোনোমতেই মেনে নিতে পারি না।

পিএস

Wordbridge School
Link copied!