ফৌজদারি আইন ও সংবিধান বিশেষজ্ঞ অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, বৈধতার মূল উৎস সংবিধানের ১০৬ অনুচ্ছেদ নয়; জনগণের ইচ্ছার চরম বহিঃপ্রকাশই বৈধতার একমাত্র উৎস।
শিশির মনির আরও লিখেছেন, ‘এটি বুঝতে না পারলে ভুল করবেন। একদিন অনুশোচনা করবেন। আশাকরি ইগো থেকে বের হয়ে আসবেন।’
এর আগে, গত বছরের ৮ আগস্ট নোবেল বিজয়ী ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের আগে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত চাওয়া হয়েছিল। আপিল বিভাগ সংবিধানের ১০৬ অনুচ্ছেদের আলোকে অন্তর্বর্তী সরকার গঠনের পক্ষে মত দেন।
কিন্তু অ্যাডভোকেট শিশির মনিরের মতে, এই অন্তর্বর্তী সরকার কোনো সাংবিধানিক সরকার নয়; এটি জনগণের অভ্যুত্থান দ্বারা গঠিত। তিনি বলেছেন, গণঅভ্যুত্থানকে আইনি স্বীকৃতি দিতে বিশেষ সাংবিধানিক আদেশ জারি করতে হবে।
এসএইচ







































