• ঢাকা
  • সোমবার, ০৮ ডিসেম্বর, ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ধর্ম যার যার, নিরাপত্তা সবার:

হিন্দু সম্প্রদায়ের শান্তি ও কল্যাণ কামনা করলেন তারেক রহমান


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ১, ২০২৫, ০৬:৪৯ পিএম
হিন্দু সম্প্রদায়ের শান্তি ও কল্যাণ কামনা করলেন তারেক রহমান

ফাইল ছবি

ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শারদীয় দুর্গাপূজা ও বিজয়া দশমী উপলক্ষে দেশের হিন্দু ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তিনি তাদের সুখ, শান্তি ও কল্যাণ কামনা করে বলেছেন, ‘আবহমানকাল ধরে দেশের বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ প্রতিটি গোষ্ঠী-গোত্র-সম্প্রদায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সঙ্গে যার যার ধর্ম পালন করে আসছে। এটি বাংলাদেশে ঐতিহ্যগত ধর্মীয় সামাজিক মূল্যবোধ ও সংস্কৃতির সৌন্দর্য।’

বুধবার (১ অক্টোবর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর পাঠানো এক বিবৃতিতে তিনি এ শুভেচ্ছা জানান।

তারেক রহমান বলেন, ‘শরতে বাংলাদেশের চারিদিকে কাশফুল ফুটে এবং শীতের আভাস আসে। উৎসব হচ্ছে অন্ধকারের মধ্য থেকে আলোকের উদ্ভাসন। উৎসবের ভেতর দিয়েই প্রকাশ পায় আমাদের বিভিন্ন ধর্ম, গোষ্ঠী ও সম্প্রদায়ের মধ্যকার পারস্পরিক বন্ধুত্ব, সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব। আমাদের সংবিধান প্রতিটি নাগরিকের নিরাপত্তা বিধানের নিশ্চয়তা দিয়েছে।’

তিনি আরও বলেন, ‘পবিত্র হাদিসে নির্দেশনা রয়েছে যে, রাষ্ট্রের নিরাপত্তা প্রাপ্ত অমুসলিমকে নির্যাতন বা তাদের অধিকার হরণ করা হলে এর বিরুদ্ধে নবী (সা.) সতর্ক করেছেন। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে একজন নাগরিক অন্য নাগরিকের নিরাপত্তা ও সম্মান রক্ষায় নৈতিক দায়িত্ব পালন করবে। যারা সমাজকে ধ্বংস বা কুশাসন প্রতিষ্ঠার চেষ্টা করে, তাদের বিরুদ্ধে সংগ্রাম করা ন্যায়সংগত।’

তারেক রহমান দেশের আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘শারদীয় উৎসব চলাকালে কেউ যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে বা নিরাপত্তা বিঘ্নিত করতে না পারে সে বিষয়ে সতর্ক ও সজাগ থাকুন।’

হিন্দু সম্প্রদায়ের প্রতি তিনি আহ্বান জানিয়ে বলেন, ‘নিরাপদে উৎসব উদযাপন করুন, সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিন। ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার।’

তিনি আরও বলেন, ‘আমি এবারের শারদীয় দুর্গাপূজার উৎসবে হিন্দু সম্প্রদায় এবং ধর্ম-বর্ণ-নির্বিশেষে সংশ্লিষ্ট সবাইকে আবারও আমার এবং বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। উৎসবের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করি।’

এসএইচ


 

Wordbridge School
Link copied!