ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা ফের আলোচনায়। শুক্রবার (৩ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করা একটি ব্যক্তিগত ছবি এবং তার ব্যতিক্রমধর্মী ক্যাপশন মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে।
ছবিটির ক্যাপশনে জুমা লেখেন, ‘আসল শিবির হলো আমার মা, বাড়ি এলে জোর করে বোরকা পরায়।’ ‘
এই মন্তব্যে তার ব্যক্তিগত জীবন, পারিবারিক মূল্যবোধ এবং রাজনৈতিক পরিচয়ের একটি ভিন্নমাত্রা উঠে এসেছে বলে মনে করছেন অনেকে।
ছবিটি পোস্ট করার পরপরই তা নিয়ে ফেসবুকে শুরু হয় মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ এটিকে ব্যতিক্রমী সাহসিকতা হিসেবে দেখছেন, আবার অনেকেই বিষয়টিকে শিবির-পন্থী রাজনীতির সঙ্গে পরিবারের দ্বৈত সম্পর্কের প্রতিফলন বলেও উল্লেখ করছেন।
ডাকসুর শিবির প্যানেল থেকে নির্বাচিত জুমা সবসময়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন। তার রাজনৈতিক অবস্থান ও বক্তব্য তরুণ সমাজে যেমন কৌতূহল তৈরি করেছে, তেমনি এনেছে সমালোচনাও।
বিশেষ করে নারীর অধিকার নিয়ে তার অতীত মন্তব্য এবং প্রচলিত ফেমিনিজম থেকে নিজেকে আলাদা করে উপস্থাপন করায়, একাধিক বিতর্কের জন্ম দিয়েছেন তিনি।
একটি সাক্ষাৎকারে জুমা বলেছিলেন, ‘আমি সমান অধিকারে নয়, ন্যায্য অধিকারে বিশ্বাসী। যেখানে বেশি পাই, সেখানে বেশি চাই, আর যেখানে কম পাই, সেখানে আমার অংশগ্রহণ করতে হবে
এই বক্তব্যের মাধ্যমে তিনি স্পষ্ট করে দেন যে, তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি মূলধারার নারীবাদী ভাবনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
জুমার সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় উপস্থিতি তাকে নতুন প্রজন্মের ছাত্রনেতাদের মধ্যে আলাদা একটি অবস্থানে নিয়ে এসেছে। তবে এই জনপ্রিয়তার পাশাপাশি বারবার তাকে হতে হয়েছে কটাক্ষ ও বিতর্কের শিকার। বিশেষ করে তার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড ও ব্যক্তিগত মতাদর্শের কারণে তরুণ সমাজে তার অবস্থান সবসময় সরলরৈখিক নয়।
এবারের পোস্টটিও এর ব্যতিক্রম নয়। পোস্টে একদিকে রয়েছে হাস্যরস ও আত্মপ্রকাশের ইঙ্গিত, অন্যদিকে রাজনৈতিক পরিচয়ের প্রতি বিদ্রুপাত্মক দৃষ্টিভঙ্গিও অনেকে খুঁজে পেয়েছেন।
এম







































