• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ঢাকাসহ সব বিভাগীয় শহরে জামায়াতসহ আট দলের বিক্ষোভ আজ


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ২৫, ২০২৫, ১১:৩৩ এএম
ঢাকাসহ সব বিভাগীয় শহরে জামায়াতসহ আট দলের বিক্ষোভ আজ

গণভোটসহ পাঁচ দফা দাবিতে শনিবার (২৫ অক্টোবর) ঢাকাসহ দেশের সব বিভাগীয় শহর ও মহানগরে বিক্ষোভ সমাবেশ এবং মিছিল করছে জামায়াতে ইসলামী ও সমমনা সাতটি রাজনৈতিক দল।

এ কর্মসূচিতে অংশ নিচ্ছে: বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)।

গত ২০ অক্টোবর রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে যৌথ সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন জোটের শীর্ষ নেতারা। তারা বলেন, যদি এ দাবিগুলো পূরণ না হয়, তবে আগামী মাস থেকে দেশে আরও ব্যাপক আন্দোলন গড়ে তোলা হবে।

জোটের পাঁচ দফা দাবি হলো:

১.জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ কার্যকর করা এবং আগামী নভেম্বরের মধ্যে গণভোট আয়োজন।
২. ভবিষ্যতের জাতীয় নির্বাচনে উচ্চকক্ষ ও নিম্নকক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি চালু করা।
৩. অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সমান সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত করা।
৪. বর্তমান সরকারের দমন-পীড়ন, দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনের যথাযথ বিচার করা এবং
৫.জাতীয় পার্টি ও ১৪-দলীয় জোটের রাজনৈতিক কার্যক্রম সীমিত বা নিষিদ্ধ করা।

জোটের নেতারা উল্লেখ করেছেন, এই কর্মসূচি ‘নির্বাচনী সংস্কার ও জনগণের মতামত প্রতিফলনের আন্দোলনের অংশ’। তাদের ভাষ্য, ভবিষ্যতে আন্দোলনটি আরও বিস্তৃত রূপ নিতে পারে।

গত ২০ অক্টোবর রাজধানীতে প্রথম বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়, আর আগামী ২৭ অক্টোবর জেলা শহরগুলোতেও একই ধরনের সমাবেশের পরিকল্পনা রয়েছে।

এম

Wordbridge School
Link copied!