• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

প্রার্থী যাচাইয়ে ভুল করলে গাজীপুর-১ আসন হারাবে বিএনপি


গাজীপুর প্রতিনিধি অক্টোবর ২৬, ২০২৫, ০৫:১৫ পিএম
প্রার্থী যাচাইয়ে ভুল করলে গাজীপুর-১ আসন হারাবে বিএনপি

ফাইল ছবি

গাজীপুর-১ আসনের তৃণমূল বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা চান, আসনটি যাদের প্রাপ্য সেই ত্যাগী ও দুর্দিনে পাশে থাকা নেতার জন্য বরাদ্দ হোক, বিতর্কিত ব্যক্তিকে নয়। তাদের মতে, নইলে বিএনপি নিশ্চিতভাবে আসনটি হারাবে।

স্থানীয় নেতাদের বক্তব্য, জেলা বিএনপির সদস্য সচিব চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর আধিপত্য ধরে রাখার চেষ্টার কারণে দলের সাধারণ ভোটারদের আস্থা ক্ষুণ্ণ হয়েছে। তাই দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগের সুবিধাভোগী ও হাইব্রিড নেতাদের কমিটি থেকে সরিয়ে ত্যাগীদের মূল্যায়ন করা প্রয়োজন।

স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ জানাচ্ছেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) কাজী সাইয়েদুল আলম বাবুল এই এলাকায় দীর্ঘদিন ত্যাগী নেতারূপে পরিচিত। তিনি জেল-জুলুম ও দুর্দিনে দলের সাথে ছিলেন। তার ক্লিন ইমেজ ও ত্যাগী ইতিহাসকে কাজে লাগিয়ে ধানের শীষের প্রার্থী করলে বিএনপির জয় নিশ্চিত হবে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সাক্ষাৎকারে বলেছেন, “মনোনয়নের ক্ষেত্রে প্রধানত তারা মূল্যায়িত হবেন, যারা ২৪-এর গণ-আন্দোলনসহ গত ১৭ বছর বিএনপির আন্দোলন-সংগ্রামের সঙ্গে জড়িত ছিলেন। একই সঙ্গে দলের ইমেজও থাকা জরুরি।”

বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, “অবশ্যই আমাদের দলের এমন একজন ব্যক্তিকেই নমিনেশন দিতে চাইব, যিনি এলাকার সমস্যা সম্পর্কে সচেতন। যার সঙ্গে এলাকার মানুষের যোগাযোগ আছে এবং জনসমর্থন রাখে।”

স্থানীয় পর্যবেক্ষকরা জানাচ্ছেন, এই আসনে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিচ্ছে। তবে চৌধুরী ইশরাককে এলাকায় ত্যাগী নেতাকর্মীদের সঙ্গে কোনো সংযোগ না থাকার কারণে সমর্থন নেই। তার একক সিদ্ধান্তের কারণে ত্যাগী নেতারা কোণঠাসা হয়েছেন।

নেতাকর্মীরা অভিযোগ করেছেন, চৌধুরী ইশরাক সহকর্মীর সামান্য সমালোচনাও সহ্য করতে পারেন না। কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ ও সাবেক সভাপতি মুহাম্মদ হেলাল উদ্দিনের বিরুদ্ধে মামলা দিয়ে গ্রেফতারি ব্যবস্থা নেন।

এছাড়া ইশরাকের নেতৃত্বে গঠিত নতুন কমিটিতে দীর্ঘদিনের ত্যাগী নেতারা বাদ দিয়ে সুবিধাভোগী ও হাইব্রিড নেতাদের গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে। এর প্রতিবাদে কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা কালিয়াকৈর বাসস্ট্যান্ড ও সফিপুর বাজারে সভা ও সমাবেশের মাধ্যমে বিক্ষোভ প্রকাশ করেছেন।

বোয়ালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আজম খান বলেন, ‘দলের জন্য জেল খেটে, দুর্দিনে রাজপথে লড়াই করার পরও কমিটিতে যোগ্য মর্যাদা দেওয়া হয়নি। আমরা চাই ত্যাগীদের মূল্যায়ন হোক।’

মৌচাক ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কামরুজ্জামান কামরুলও বলেন, ‘যারা কমিটিতে গুরুত্বপূর্ণ পদ পেয়েছে, তারা বিগত সময়ে একতরফা আওয়ামী লীগের নির্বাচনে অংশ নিয়েছে, তাই তাদের কার্যকারিতা সন্দেহজনক।’

এসএইচ
 

Wordbridge School
Link copied!