ফাইল ছবি
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পূবাইল থানার ওসি আমিরুল ইসলাম (মুরাদ) সম্পর্কে তদন্ত শুরু হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে উদ্দেশ্য করে সামাজিক মাধ্যমে ‘আপত্তিকর’ মন্তব্য করায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
জামায়াতের অভিযোগ, ওসি মুরাদ তার ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন, “জামায়াতের লোকেরা স্বাধীনতাবিরোধী, তাদের রাজনীতি করার অধিকার আছে কি না, সেটার জন্য গণভোট হওয়া উচিত।” সংগঠনটি এই মন্তব্যকে ‘ধৃষ্টতা ও প্রশাসনিক শৃঙ্খলাভঙ্গ’ বলে উল্লেখ করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
গত ২০ অক্টোবর পূবাইল থানা জামায়াতের নায়েবে আমির মোহাম্মদ শামীম হোসেন মৃধা ও মহানগর মজলিসে শুরা সদস্য অধ্যাপক ডা. মো. আমজাদ হোসেন খান অভিযোগপত্র দেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার জাহিদুল হাসানের কাছে। অভিযোগের সঙ্গে তারা মন্তব্যের স্ক্রিনশট ও ভিডিও প্রমাণও জমা দেন।
অভিযোগে বলা হয়েছে, একজন সরকারি কর্মকর্তা হয়ে ওসি মুরাদ রাজনৈতিক পক্ষপাতমূলক আচরণ করছেন, যা প্রশাসনিক নিরপেক্ষতা ক্ষুণ্ন করছে।
পূবাইল থানা জামায়াতের আমির আশরাফ আলী কাজল বলেন, ‘আমিরের বক্তব্য নিয়ে ওসির এমন মন্তব্য পূবাইলবাসীকে ক্ষুব্ধ করেছে। সরকারি দায়িত্বে থেকে তিনি এমন রাজনৈতিক মন্তব্য করতে পারেন না।’
জিএমপি ভারপ্রাপ্ত কমিশনার জাহিদুল হাসান বলেন, ‘আমরা লিখিত অভিযোগ পেয়েছি। একজন এডিসিকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। প্রতিবেদন পেলে যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
এসএইচ







































