• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ফেসবুকে ‘হ্যাঁ–না’ পোস্টে ঝড়, কারণ কী


নিউজ ডেস্ক অক্টোবর ৩০, ২০২৫, ১০:৩৪ এএম
ফেসবুকে ‘হ্যাঁ–না’ পোস্টে ঝড়, কারণ কী

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের নিউজফিডজুড়ে ছড়িয়ে পড়েছে দুটি শব্দ ঘিরে নতুন এক অনলাইন আন্দোলন। কেউ লিখছেন শুধু “হ্যাঁ”, কেউবা “না”—কোনো ব্যাখ্যা ছাড়াই।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত ১২টার পর থেকেই বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, সংগঠন ও সাধারণ ব্যবহারকারীর টাইমলাইনে ভেসে উঠতে শুরু করে এমন পোস্ট। প্রথমে বিষয়টি ট্রেন্ডিং কৌতূহল মনে হলেও দ্রুতই তা রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে জাতীয় ঐকমত্য কমিশনের দেওয়া সুপারিশ ঘিরেই শুরু হয়েছে এই হ্যাঁ–না বিতর্ক। কমিশন সরকারের কাছে যে প্রস্তাব দিয়েছে, তা নিয়ে ভিন্ন অবস্থানে গেছে প্রধান রাজনৈতিক দলগুলো।

বিএনপি চায় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে অনুষ্ঠিত হোক। অন্যদিকে জামায়াতে ইসলামী চায় নভেম্বরে আলাদা গণভোট আয়োজন করা হোক। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সময় নির্দিষ্ট না করলেও বলছে, ভোটের আগে গণভোট সম্পন্ন করতে হবে।

এই অবস্থানগত পার্থক্যই এখন সোশ্যাল মিডিয়ার হ্যাঁ–না প্রচারণায় প্রতিফলিত হচ্ছে। জামায়াত ও এনসিপির নেতাকর্মীরা ‘হ্যাঁ’ লিখে পোস্ট দিচ্ছেন, আর বিএনপির অনেকেই ‘না’ লিখে নিজেদের অবস্থান জানাচ্ছেন।

ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির নিজের ফেসবুকে ‘না’ পোস্ট দিয়ে আলোচনায় এসেছেন। অপরদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অফিসিয়াল পেজ থেকে ‘হ্যাঁ’ ক্যাম্পেইন চালানো হচ্ছে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই হ্যাঁ–না প্রচারণা অনলাইনে ভোটযুদ্ধের নতুন রূপ নিচ্ছে। আগে যেভাবে রাজনৈতিক দলগুলো রাস্তায় প্রচারণা চালাতো, এখন সেই লড়াই সোশ্যাল মিডিয়ায় স্থানান্তরিত হচ্ছে।

এরই মধ্যে জাতীয় ঐকমত্য কমিশনের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে জুলাই সনদ বাস্তবায়নের পূর্ণাঙ্গ সুপারিশমালা জমা দেওয়া হয়েছে।

কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ জানিয়েছেন, জাতীয় নির্বাচন ঘিরে গণভোট আয়োজনের বিষয়টি নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনায় রয়েছে, এবং দ্রুত সিদ্ধান্তের তাগিদ দেওয়া হয়েছে।

এম

Wordbridge School
Link copied!