• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

মুজিবের ছবি সংক্রান্ত বিধান জুলাই সনদে অন্তর্ভুক্ত হয়নি, বিএনপি ক্ষুব্ধ


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ৩০, ২০২৫, ০৬:৪২ পিএম
মুজিবের ছবি সংক্রান্ত বিধান জুলাই সনদে অন্তর্ভুক্ত হয়নি, বিএনপি ক্ষুব্ধ

ফাইল ছবি

ঢাকা: জাতীয় সনদের প্রিন্টেড কপি হাতে পাওয়ার পর বিএনপি তীব্র অসন্তোষ প্রকাশ করেছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ বিষয় তুলে ধরেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, “জুলাই জাতীয় সনদের কপি হাতে পাওয়ার পর দেখা গেছে, যেসব দফায় সব রাজনৈতিক দলের সম্মতি ছিল, সেগুলো আমাদের অগোচরে পুনরায় সংশোধন করা হয়েছে।”

বিএনপির অভিযোগের মধ্যে রয়েছে:
১। মরহুম শেখ মুজিবুর রহমানের ছবি বিভিন্ন সরকারি ও বেসরকারি অফিসে টাঙানোর বিধান সনদে অন্তর্ভুক্ত করা হয়নি।
২। সংবিধানের ১৫০(২) অনুচ্ছেদ সংশোধনের প্রক্রিয়ায়, প্রায় সব রাজনৈতিক দলের সম্মতিপত্র থাকা সত্ত্বেও কিছু তফসিল অগোচরে চূড়ান্ত সনদে সংশোধন আনা হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, সালাহউদ্দিন আহমদ এবং মেজর (অব.) হাফিজ উদ্দিন।

বিএনপি নেতারা মনে করছেন, জাতীয় সনদে এই ধরনের পরিবর্তন রাজনৈতিক সংবেদনশীলতার সঙ্গে খাপ খাইছে না এবং এটি দলের জন্য অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি করতে পারে।

এসএইচ

Wordbridge School
Link copied!