ফাইল ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তিনশ আসনের মধ্যে ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে বিএনপি। এর মধ্যে নয়জন নারী প্রার্থী ধানের শীষ প্রতীক পেয়েছেন। সোমবার রাতে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তালিকা ঘোষণা করেন।
দলের চেয়ারপারসন খালেদা জিয়া একাই তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তিনি দিনাজপুর-৩, বগুড়া-৭ ও ফেনী-১ আসনে নির্বাচন করবেন বলে দলীয় তালিকায় উল্লেখ রয়েছে।
বিএনপির নারী প্রার্থীদের মধ্যে রয়েছেন নাটোর-১ আসনে ফারজানা শারমিন, যশোর-২ আসনে মোছা. সাবিরা সুলতানা, ঝালকাঠি-২ আসনে ইসরাত সুলতানা ইলেন ভুট্টু, শেরপুর-১ আসনে সানসিলা জেবরিন, মানিকগঞ্জ-৩ আসনে আফরোজা খান রিতা, ঢাকা-১৪ আসনে সানজিদা ইসলাম তুলি, ফরিদপুর-২ আসনে শামা ওবায়েদ ইসলাম এবং সিলেট-২ আসনে মোছা. তাহসিনা রুশদীর লুনা।
এই নারী প্রার্থীদের অধিকাংশই রাজনৈতিক পরিবারের সন্তান বা আত্মীয়। ফারজানা শারমিনের বাবা প্রয়াত ফজলুর রহমান পটল ছিলেন সাবেক মন্ত্রী এবং বিএনপির কেন্দ্রীয় নেতা। আফরোজা খান রিতার বাবা হারুনুর রশিদ খান মুন্নুও ছিলেন সাবেক মন্ত্রী ও দলের প্রভাবশালী নেতা। শামা ওবায়েদের বাবা কেএম ওবায়দুর রহমান ছিলেন বিএনপির সাবেক মহাসচিব।
তাহসিনা রুশদীর লুনার স্বামী এম ইলিয়াস আলী ২০১২ সালে নিখোঁজ হন। আর সানজিদা ইসলাম তুলি হলেন বিএনপির গুম হওয়া নেতা সাজেদুল ইসলাম সুমনের বোন। তিনি ‘মায়ের ডাক’ সংগঠনের সমন্বয়ক, যা গুম হওয়া ব্যক্তিদের সন্ধানের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে।
এবার বিএনপির মনোনয়ন তালিকায় তরুণ নেতা ও ছাত্রদলের সাবেক নেতাদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, মাঠপর্যায়ে সক্রিয় এবং নতুন নেতৃত্বকে গুরুত্ব দিয়ে প্রার্থী তালিকা তৈরি করা হয়েছে।
বেশ কিছু আসনে প্রার্থী ঘোষণা করেনি বিএনপি। ধারণা করা হচ্ছে, জোটের শরিক দলগুলোর সঙ্গে সমন্বয় করে এসব আসনে প্রার্থী দেওয়া হবে। সব মিলিয়ে এখনো ৬৩টি আসনে প্রার্থী চূড়ান্ত করেনি দলটি।
এসএইচ







































