• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

রেজা কিবরিয়ার আরেক দফা পল্টি, এবার যোগ দিলেন বিএনপিতে!


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ৫, ২০২৫, ১১:০৭ পিএম
রেজা কিবরিয়ার আরেক দফা পল্টি, এবার যোগ দিলেন বিএনপিতে!

বাংলাদেশের রাজনীতিতে আবারও চমক সৃষ্টি করেছেন অর্থনীতিবিদ ও রাজনীতিক রেজা কিবরিয়া। গণফোরাম ও গণঅধিকার পরিষদে রাজনৈতিক পথচলার পর এবার তিনি যোগ দিচ্ছেন বিএনপিতে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ আসন থেকে ধানের শীষ প্রতীকে প্রার্থী হওয়ার সম্ভাবনাও রয়েছে তার।

রেজা কিবরিয়া প্রয়াত অর্থমন্ত্রী শাহ এ এস এম কিবরিয়ার ছেলে। বুধবার (৫ নভেম্বর) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি জানান, “আমি ইতোমধ্যে বিএনপিতে যোগদানের প্রাথমিক আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছি। সদস্য ফরম পূরণ করেছি এবং অচিরেই আনুষ্ঠানিকভাবে যোগ দেব। আমার নির্বাচনী এলাকাতেই ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা আছে।”

বিএনপি এখন পর্যন্ত ঘোষিত ২৩৭টি আসনের তালিকায় হবিগঞ্জ-১ ফাঁকা রেখেছে, যা রাজনৈতিক মহলে জল্পনা বাড়িয়েছে যে এই আসনটি রেজা কিবরিয়ার জন্য সংরক্ষিত হতে পারে।

২০১৮ সালের জাতীয় নির্বাচনে রেজা কিবরিয়া জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে একই আসন থেকে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তখন তিনি গণফোরামের সাধারণ সম্পাদক ছিলেন, যদিও পরবর্তীতে পরাজিত হন। পরবর্তীতে সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরের নেতৃত্বে গঠিত গণঅধিকার পরিষদে যোগ দেন এবং আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। তবে নেতৃত্ব সংকট ও অভ্যন্তরীণ বিরোধের কারণে সংগঠনটি দুইভাগে বিভক্ত হলে তিনি ধীরে ধীরে রাজনীতি থেকে সরে দাঁড়ান।

দীর্ঘদিন রাজনৈতিক নীরবতা কাটিয়ে রেজা কিবরিয়ার বিএনপিতে যোগদান নতুন করে আলোচনায় এনেছে হবিগঞ্জ-১ আসনের রাজনীতি। স্থানীয় নেতারা বলছেন, রেজা কিবরিয়ার অভিজ্ঞতা ও পারিবারিক ঐতিহ্য বিএনপির জন্য ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

এম

Wordbridge School
Link copied!