• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পদত্যাগের পর ঢাকা থেকেই স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন আসিফ মাহমুদ


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ৯, ২০২৫, ০৪:৫১ পিএম
পদত্যাগের পর ঢাকা থেকেই স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন আসিফ মাহমুদ

ফাইল ছবি

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ার ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার ও যুব–ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

রোববার (৯ নভেম্বর) বিকেল ৩টা ৫০ মিনিটে তিনি রাজধানীর গ্রিন রোডে ধানমন্ডি থানা নির্বাচন অফিসে গিয়ে ভোটার স্থানান্তরের আবেদন করেন। তিনি বলেন, ‘ঢাকা থেকে নির্বাচন করব-এটা নিশ্চিত। আপাতত স্বতন্ত্রভাবে লড়ার পরিকল্পনা করছি।’

ধানমন্ডি থানা নির্বাচন অফিসার ওয়াজাহাত নূরের কাছে তিনি তার ভোটার স্থানান্তরের আবেদনপত্র জমা দেন। ঢাকা-১০ আসনটি ধানমন্ডি, নিউমার্কেট, কলাবাগান ও হাজারীবাগ এলাকা নিয়ে গঠিত।

নিজের ভোট ঢাকায় স্থানান্তর করা প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, ‘আমি আগে থেকেই ভোটার, কিন্তু কোনো নির্বাচনে ভোট দিতে পারিনি। আমি ভোটার হওয়ার পর ২০১৮ ও ২০২৪ সালে দুটি নির্বাচন হয়েছে-যেখানে কেউ ভোট দিতে পারেনি। এবার অন্তত নিজের ভোটটি দিতে পারি, সেটি নিশ্চিত করলাম।’

সরকারি পদে থেকে নির্বাচনে অংশ নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘সরকার থেকে পদত্যাগের পরই নির্বাচন করব। কবে নাগাদ পদত্যাগ করব, তা সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে আলোচনা করে জানাব।’

ঢাকা–১০ আসনে বিএনপি এখনো প্রার্থী ঘোষণা করেনি। তবে জামায়াত ইতিমধ্যে সুপ্রিম কোর্টের আইনজীবী জসীম উদ্দিন সরকারকে প্রার্থী করেছে।

নিজের সম্ভাব্য প্রার্থিতা নিয়ে আসিফ মাহমুদ বলেন, ‘চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি, তবে ইনশাআল্লাহ ঢাকা থেকেই লড়ব। আপাতত পরিকল্পনা স্বতন্ত্র প্রার্থী হওয়া। আমার কারও সঙ্গে কোনো আলোচনা হয়নি। কোন দল কোন আসন ফাঁকা রাখবে, সেটা আমার বিষয় না—আমি আমার সিদ্ধান্ত এককভাবেই নেব।’

এসএইচ 
 

Wordbridge School
Link copied!