• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ওবায়দুল কাদের ও মডেল মেঘলার ফোনালাপে যা আছে


সোনালী ডেস্ক নভেম্বর ৯, ২০২৫, ০৮:৫৮ পিএম
ওবায়দুল কাদের ও মডেল মেঘলার ফোনালাপে যা আছে

প্রতীকী ছবি

ঢাকা: জুলাই আন্দোলন চলাকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পতিত স্বৈরাচার সরকারের সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে মডেল সাদিকা রহমান মেঘলার ফোনালাপ ফাঁস হয়েছে। 

জুলাই আন্দোলনের উত্তাল দিনে মডেল মেঘলা ফোন দিয়েছিলেন ওবায়দুল কাদেরকে। মডেল মেঘলা ওবায়দুল কাদেরের বান্ধবী বলে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই দাবি করেছেন।

সম্প্রতি ফাঁস হওয়া ফোনালাপের কিছু অংশ পাঠকদের উদ্দেশে তুলে ধরা হলো-

মেঘলা : আসসালামু আলাইকুম।

কাদের : ওয়ালাইকুম আসসালাম।

মেঘলা : স্যার, ভালো আছেন?

কাদের : আছি।

মেঘলা : স্যার, চিনতে পারছেন আমাকে?

কাদের : বলো।

মেঘলা : চিনতে পারছেন আমাকে? স্যার, মেঘলা।

কাদের : বুঝছি।

মেঘলা : ও আচ্ছা, চিনতে পারছেন...। স্যার, ভালো আছেন তো? আপনার সাথে অনেকদিন যাবৎ যোগাযোগ হয়নি।

কাদের : আছি।

মেঘলা : হ্যাঁ, ব্যস্ত আপনি। আবার আপনাকে হোয়াটসঅ্যাপেও কল দিয়েছিলাম। যখন হোয়াটসঅ্যাপ ছিল, আপনি রিসিভ করেননি। ভাবলাম ব্যস্ত।

কাদের : এখন ঠিক আছি।

মেঘলা : স্যার, এখন ব্যস্ততা কাটছে আপনার? স্যার, আমি কিন্তু এই আন্দোলনে (জুলাই আন্দোলন) ছিলাম না। নিজের জান বাঁচানো ফরজ।

কাদের : তুমি কোথায় ছিলা?

মেঘলা : আমি বাসায় ছিলাম। আমি এই আন্দোলনে নাই। নিজের জান বাঁচানো আগে ফরজ। যেটা পিএম ( প্রধানমন্ত্রী) ভালো মনে করবে, সেটাই করব। এগুলো ফাউ আন্দোলন কেন করব আমি। জান বাঁচানো ফরজ।

কাদের : আচ্ছা।

মেঘলা : ও মাই গড, এই আন্দোলনে নাই। এই আন্দোলনে গিয়ে...। আমি বাসায় ছিলাম অলটাইম। আমি বাসা থেকে বের হয়নি।

কাদের : দেশের বাড়িতে যাওনি।

মেঘলা : দেশের বাড়িতে গিয়ে দুই তিনদিন ছিলাম। এর ভেতরে তো কারফিউ, তিনদিন ছিলাম।

কাদের : কারফিউ তো কঠিন!

মেঘলা : না, ঠিক আছে, তারপরও পোলাপান কখন কী করে ফেলে, তা তো বলা যায় না। আবার দেখা গেছে অনেক সময় বহিরাগতরা অনেক কিছু করে ফেলে। এই তিনদিন ছিলাম। তিনদিন পর আবার আসছি। এর ভেতরে আপনাকে ফোন দিয়েছি, আপনি রিসিভ করেননি। ভাবলাম খুবই...।

কাদের : না, আমার ফোনটা...।

মেঘলা : আর এখন তো আপনার হোয়াটসআপ নাই। আবার দেখলাম আপনার ইমুও নাই। সেই জন্য ভাবলাম আপনার নম্বরে কল দেই। তো স্যার ব্যস্ততা কাটছে তো আপনার, না?

কাদের : কথা হবে পরে।

মেঘলা : স্যার, এখন তো আর ব্যস্ত না?

উল্লেখ্য, গত বছরের ১২ সেপ্টেম্বর দিবাগত রাতে তরুণ মডেল সাদিকা রহমান মেঘলার রহস্যজনক মৃত্যু হয়েছে। রাজধানীর মিরপুরে বসবাস করতেন তিনি। গ্রামের বাড়ি নেত্রকোনায় বেড়াতে গিয়ে সেখানেই মৃত্যু হয় তার।
 

Wordbridge School
Link copied!