• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

শিবিরের ‘রান উইথ জবি’ কর্মসূচিকে ছাত্রলীগের মিছিল বলে প্রচার


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১২, ২০২৫, ০৬:২৯ পিএম
শিবিরের ‘রান উইথ জবি’ কর্মসূচিকে ছাত্রলীগের মিছিল বলে প্রচার

ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানী ঢাকায় আগামীকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বাংলাদেশ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি সমর্থনে গুলিস্তানে ছাত্রলীগের মিছিলের ছবি হিসেবে প্রচারিত ভিডিওটি বিভ্রান্তিকর বলে প্রমাণিত হয়েছে। অনুসন্ধানকারী রিউমর স্ক্যানার টিমের তদন্তে জানা গেছে, উক্ত ভিডিও মূলত জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের ‘রান উইথ জবি শিবির’ কর্মসূচির।

রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভিডিওটি গত ১১ নভেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত কর্মসূচির ভিডিওর হুবহু কপি। মূল ভিডিওটি বৈশাখি টিভির ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে এবং এতে প্রায় তিন হাজার শিক্ষার্থী অংশ নেন। কর্মসূচিতে নেতৃবৃন্দ শারীরিক সুস্থতা ও তরুণ সমাজের সচেতনতার গুরুত্বের ওপর জোর দেন।

তদন্তে স্পষ্ট হয়েছে, ভিডিওটির শুরুর অংশে প্রচারিত দৃশ্যের সঙ্গে মূল ভিডিওর মিল রয়েছে। তাই এটি ঢাকায় আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি সমর্থনে অনুষ্ঠিত কোনো মিছিল নয়। এই ভিডিও ব্যবহার করে মিছিলের প্রেক্ষাপট দেখানো সম্পূর্ণ ভুল এবং বিভ্রান্তিকর।

বিশ্লেষকরা মনে করাচ্ছেন, রাজনৈতিক প্রেক্ষাপটে এমন ভিডিও বিভ্রান্তি ঘটানো তথ্যকে বিকৃতভাবে উপস্থাপন করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। তাই সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত তথ্য যাচাই ছাড়া ছড়ানো থেকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন তারা।


এসএইচ 
 

Wordbridge School
Link copied!