• ঢাকা
  • রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বর্তমান পরিস্থিতি নিয়ে নেতা-কর্মীদের যে বার্তা দিলেন তারেক রহমান 


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১২, ২০২৫, ০৭:২২ পিএম
বর্তমান পরিস্থিতি নিয়ে নেতা-কর্মীদের যে বার্তা দিলেন তারেক রহমান 

ফাইল ছবি

ঢাকা: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, জাতীয় নির্বাচন অনুষ্ঠানে জটিলতা তৈরি করে পতিত, পরাজিত ও পলাতক স্বৈরাচারের পুনর্বাসনের পথ সুগম করা হতে পারে। তিনি সতর্ক করে বলেন, এ ধরনের অপকৌশল দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য হুমকি।

তারেক রহমান আরও বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের মধ্যে থাকা কোনো দল যদি নিজের অবস্থান রক্ষা করতে ফ্যাসিবাদের ছাতার নিচে আশ্রয় নেয়ার চেষ্টা করে, তা সতর্কবার্তার বিষয়। গণভোটের আড়ালে অপশক্তিকে রাষ্ট্র রাজনীতিতে পুনর্বাসন করা হচ্ছে কি না, এ বিষয়ে জনগণ ও সিভিল সোসাইটিকে দৃষ্টি রাখার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, স্বল্পমেয়াদি অন্তর্বর্তীকালীন সরকারে জনগণ সার্বিক সফলতা আশা করে না, বরং মূল দৃষ্টি দেশের জাতীয় নির্বাচনে। ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচন দেশের গণতান্ত্রিক কাঠামোকে দৃঢ় করার সুযোগ, যা কোনো রাজনৈতিক দলের স্বার্থান্বেষণ দ্বারা ক্ষুণ্ণ হওয়া চলবে না।

তারেক রহমান দেশের রাজনীতিতে ঐক্য ও গণতান্ত্রিক মানসিকতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে বলেন, জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা। তিনি রাজপথের আন্দোলনে থাকা নেতৃবৃন্দকে অনুরোধ করেন, পরিস্থিতি ঘোলাটে করা থেকে বিরত থাকুন এবং গণতান্ত্রিক অধিকার রক্ষায় অটল থাকুন।

এসএইচ 

Wordbridge School
Link copied!