• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

উত্তরায় ২১ পয়েন্টে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের অবস্থান


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১২, ২০২৫, ১১:০২ পিএম
উত্তরায় ২১ পয়েন্টে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের অবস্থান

রাজধানীর উত্তরা এলাকায় আওয়ামী লীগের সম্ভাব্য ধ্বংসাত্মক পরিকল্পনা রোধে উত্তরার ২১টি কৌশলগত পয়েন্টে অবস্থান নিয়েছেন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা। তারা শুক্রবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৮টা থেকে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর ১২টা পর্যন্ত ওই স্থাপনা ও সড়কপথ নিরাপত্তা দেবে বলে আয়োজকরা জানিয়েছেন।

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সদ্য সাবেক সভাপতি মেহেদী হাসান রুয়েলের নেতৃত্বে যুবদল অংশগ্রহণ করছে। উত্তরা পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তফা কামাল হৃদয় ও ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রবিউল আওয়াল ভূঁইয়া রবিও এই পাহারার নেতৃত্বে আছেন। তারা জানান, আবাসিক, বাণিজ্যিক এবং ধর্মীয় স্থাপনা রক্ষা করা হবে।

মেহেদী হাসান রুয়েল বলেন, “আমরা নিশ্চিত করতে চাই— লকডাউন ঘোষণার নামে কেউ উত্তরা অঞ্চলে বাড়িঘর, প্রতিষ্ঠান বা মানুষের সুরক্ষা বিঘ্নিত করতে পারবে না। অতীতের মতো অনাকাঙ্ক্ষিত কার্যক্রম যাতে পুনরাবৃত্তি না ঘটে, সে কারণে এই প্রস্তুতি নেওয়া হয়েছে।”

স্বেচ্ছাসেবক দলের নেতা মোস্তফা কামাল হৃদয় বলেন, “বিগত ১৬ বছরের সংগ্রামের ফলে আমরা দেশের গণতান্ত্রিক জয় অর্জন করেছি। সেই বিজয় ধ্বংসের কৌশল কেউ নিতে পারবে না—তাই জনস্বার্থ ও সম্পত্তি রক্ষায় আমরা মাঠে তৎপর।” তিনি আরও জানান, কোনো সন্দেহভাজন গতিবিধি দেখলেই প্রয়োজনীয় কর্তৃপক্ষকে জানানো হবে এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করা হবে।

অয়োজনকারীরা আশঙ্কা করছেন, কিছু চক্র লকডাউন বা সামরিক আন্দোলনের কাহিনী পরিবেশন করে জনজটিলতা সৃষ্টি করে ভীতি-ভাঙচুরের মাধ্যমে আতংক ছড়াতে পারে। এ ধরনের পরিকল্পনা রোধেই এই স্তরভিত্তিক পাহারা ও নজরদারি চালানো হবে—উল্লেখ করা হয়েছে।

স্থানীয়রা বলছেন, গাড়ি চলাচল ও ব্যবসায়িক কার্যক্রম স্বাভাবিক রাখতে সদস্যরা গুরুত্বপূর্ণ মোড়, মার্কেট ও আবাসিক গেটগুলোর পয়েন্টে অবস্থান করছেন। নেতাকর্মীরা দাবি করেছেন, তারা সম্পূর্ণ শান্তিপূর্ণ ও আইনসম্মতভাবে দায়িত্ব পালন করবে।

Wordbridge School
Link copied!