• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ড. ইউনূসের ভাষণে জুলাই সনদ লঙ্ঘিত হয়েছে: সালাহউদ্দিন 


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১৩, ২০২৫, ০৪:০৫ পিএম
ড. ইউনূসের ভাষণে জুলাই সনদ লঙ্ঘিত হয়েছে: সালাহউদ্দিন 

ফাইল ছবি

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভাষণের মাধ্যমে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ লঙ্ঘন করেছেন বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) প্রধান উপদেষ্টার ভাষণের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমদের মতে, সংবিধান সংস্কার পরিষদ গঠনের ধারণা জুলাই সনদের মূল চুক্তিতে ছিল না। ঐকমত্য কমিশনে বিষয়টি আলোচনাও হয়নি। তাই প্রধান উপদেষ্টার ঘোষণায় সনদের চেতনা ও প্রক্রিয়া লঙ্ঘিত হয়েছে।

এর আগে দুপুরে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানান, জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে আদেশে কয়েকটি গুরুত্বপূর্ণ বিধান যুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে সংবিধান সংস্কার পরিষদ গঠন, গণভোট আয়োজন এবং নতুন কাঠামো অনুযায়ী উচ্চকক্ষ প্রতিষ্ঠার সিদ্ধান্ত।

প্রধান উপদেষ্টা বলেন, গণভোটে সংখ্যাগরিষ্ঠ ভোট ‘হ্যাঁ’ হলে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে সংবিধান সংস্কার পরিষদ গঠন করা হবে। পরিষদ প্রথম অধিবেশন শুরুর ১৮০ কার্যদিবসের মধ্যে সংবিধান সংস্কারের কাজ শেষ করবে। এরপর ৩০ কার্যদিবসের মধ্যে জাতীয় সংসদের উচ্চকক্ষ গঠন করা হবে, যার মেয়াদ থাকবে নিম্নকক্ষের শেষ কার্যদিবস পর্যন্ত।

ভাষণে তিনি আরও জানান, জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোট জাতীয় সংসদ নির্বাচনের দিনই অনুষ্ঠিত হবে। বিএনপিও একই দাবিতে অনড় ছিল, যদিও জামায়াতসহ আটটি দল নির্বাচনের আগে গণভোটের দাবি জানিয়েছিল।

এসএইচ 

Wordbridge School
Link copied!