• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ধরবেন, বাঁধবেন, কিছু উত্তম-মাধ্যম দিয়ে পুলিশে দেবেন : বাবর


জেলা প্রতিনিধি নভেম্বর ১৬, ২০২৫, ১০:৫৯ পিএম
ধরবেন, বাঁধবেন, কিছু উত্তম-মাধ্যম দিয়ে পুলিশে দেবেন : বাবর

নেত্রকোনা-৪ আসনের বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর মাদক ও জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। তাঁর দাবি—গত কয়েক বছরে মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী উপজেলায় মাদক ও জুয়ার বিস্তার ভয়াবহ আকার ধারণ করেছে, যা বন্ধ করা এখন সময়ের দাবি।

রোববার (১৬ নভেম্বর) নির্বাচনী এলাকায় বিভিন্ন গ্রাম ও শিক্ষাপ্রতিষ্ঠানে তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির প্রচারণা ও লিফলেট বিতরণের সময় তিনি বলেন, “আমার এলাকায় মাদকের ছায়া পর্যন্ত দেখতে চাই না। যারা মাদকের সাথে জড়িত, তাদের আটক করুন, বেঁধে রাখুন এবং পুলিশের হাতে তুলে দিন। এ বিষয়ে কেউ সুপারিশ করতে এলে তাকেই আগে আইনের মুখোমুখি করা হবে।”

মাদকের ভয়াবহতা তুলে ধরে বাবর বলেন, “একজন মানুষের মাদকে জড়ানো মানে পুরো পরিবারকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া। শান্তি নষ্ট হয়, সংসারে অশান্তি দেখা দেয়। যুবসমাজ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ে। তাই সবাই মিলে মাদক ও জুয়ার বিরুদ্ধে রুখে দাঁড়ান। কোনো বিপদে পড়লে সরাসরি আমাকে জানান—আমি আপনাদের পাশে আছি।”

ভবিষ্যৎ রাজনীতির দৃষ্টিভঙ্গি তুলে ধরে তিনি আরও বলেন, “অতীত নিয়ে বাগাড়ম্বরে যেতে চাই না। আমাদের নতুন প্রজন্মকে কীভাবে নিরাপদ, সুশৃঙ্খল ও ভালো পরিবেশে রাখা যায়—সেই রাজনীতিই করব।”

এ সময় উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান চন্দন, সাধারণ সম্পাদক আ. কাদিরসহ স্থানীয় দলের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা তার সঙ্গে ছিলেন।

উল্লেখ্য, এর আগে শুক্রবার (১৪ নভেম্বর) মদন উপজেলার পাবলিক হল প্রাঙ্গণের মুক্তমঞ্চে লুৎফুজ্জামান বাবরকে গণসংবর্ধনা দেওয়া হয়।

এম

Wordbridge School
Link copied!