• ঢাকা
  • রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

হাসিনার ফাঁসি, প্রতিক্রিয়া জানালেন সালাহউদ্দিন


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১৭, ২০২৫, ০৪:০২ পিএম
হাসিনার ফাঁসি, প্রতিক্রিয়া জানালেন সালাহউদ্দিন

ফাইল ছবি

ঢাকা: জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসির রায়ের পর নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপর স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। 

সোমবার (১৭ নভেম্বর) দুপুরে এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, এটা শুধু ন্যায়বিচার প্রতিষ্ঠা নয়, সামনের দিনের জন্য উদাহরণ, ভবিষ্যতের জন্য শিক্ষা- এটা আমাদের মনে রাখতে হবে।

এই বিএনপি নেতা বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালতে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। 

সালাহউদ্দিন আহমদ বলেন, তাদের অপরাধের তুলনায় এই সাজা যথেষ্ট কম। কিন্তু আইনের ওপর কোনো কথা নয়। 

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। পুনর্গঠিত ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে প্রথম মামলা হয় শেখ হাসিনার বিরুদ্ধে। 

পুনর্গঠিত ট্রাইব্যুনালের বিচারকাজ শুরু হয় গত বছরের ১৭ অক্টোবর। সেদিনই এ মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল।

মামলায় শেখ হাসিনার সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনও আসামি। তাদের মধ্যে মামুন দায় স্বীকার করে রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন।

তিন আসামির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ আনে প্রসিকিউশন। এর মধ্যে রয়েছে উসকানি, মারণাস্ত্র ব্যবহার, আবু সাঈদ হত্যা, চানখারপুলে হত্যা ও আশুলিয়ায় লাশ পোড়ানো। 

পিএস

Wordbridge School
Link copied!