• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বৈচিত্র্যময় প্রার্থী দিচ্ছে জামায়াত, যে পরিকল্পনায় নির্বাচনে যাচ্ছে দলটি


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ২০, ২০২৫, ০৭:৪৩ পিএম
বৈচিত্র্যময় প্রার্থী দিচ্ছে জামায়াত, যে পরিকল্পনায় নির্বাচনে যাচ্ছে দলটি

ফাইল ছবি

আগামী জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামী এবার তার প্রার্থী তালিকায় বিশাল পরিবর্তন আনছে। দলটি নারী, অমুসলিম, উপজাতি, জুলাই আন্দোলনের নেতা ও ছাত্র প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করছে। কেন্দ্রীয় নির্বাচনি টিম বর্তমানে চূড়ান্ত তালিকা প্রস্তুত করছে।

জামায়াতের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জোবায়ের জানিয়েছেন, শরিক দলগুলো আসন ভাগাভাগির নিয়মে নেই। এবার বিজয়ী প্রার্থী যিনি হবেন, সেই আসন থেকে তাকে দল সমর্থন করবে। এতে দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করতে উৎসাহ ও কার্যকর প্রচারণা চালানো হবে।

সূত্র জানাচ্ছে, প্রাথমিক তালিকায় অন্তত চারজন সাবেক বিশ্ববিদ্যালয় ভিসি, সাম্প্রতিক নির্বাচিত ছাত্র সংসদের নেতা এবং জুলাই আন্দোলনের নেতারা অন্তর্ভুক্ত হতে পারেন। এছাড়া অমুসলিম সম্প্রদায়ের একাধিক প্রার্থী, একজন উপজাতি প্রার্থী এবং কয়েকজন উচ্চশিক্ষিত নারীও তালিকায় থাকতে পারেন।

জুলাই আন্দোলনের পর অমুসলিম সম্প্রদায়ের মধ্যে জামায়াতের গ্রহণযোগ্যতা বেড়েছে। মন্দির পাহারা, পূজার নিরাপত্তা এবং জানমালের হেফাজত নিশ্চিত করায় তাদের বিশ্বাস অর্জন করেছে দলটি। চূড়ান্ত তালিকা ঘোষণা হলে রাজনৈতিক মহলে নতুন চমক তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এসএইচ 

Wordbridge School
Link copied!