বাউল শিল্পী আবুল সরকারকে মামলার মুখোমুখি না করে যদি মুক্তি দেওয়া হয়, তবে অবস্থান কর্মসূচি ঘোষণা করা হবে—এমন সতর্কবার্তা দিয়েছেন ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানী। মঙ্গলবার (২৫ নভেম্বর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।
মাদানী বলেন, “আমি খুবই সাধারণ মানুষ, আমার কোনো সংগঠন নেই। আল্লাহর সম্মান রক্ষা করাই আমার উদ্দেশ্য। এই সংগ্রামে আপনাদের পাশে প্রয়োজন—একা সম্ভব নয়।”
মানিকগঞ্জের আলেম সমাজ ও তৌহীদি জনতাকে উদ্দেশ্য করে তিনি আরও আহ্বান জানান, “মহান রবের সম্মান রক্ষায় দলমত নির্বিশেষে সবাইকে এক কাতারে দাঁড়িয়ে বৃহত্তর অবস্থান কর্মসূচিতে অংশ নিতে হবে।”
৪ নভেম্বর মানিকগঞ্জের ঘিওরের জাবরা এলাকায় ‘খালা পাগলির মেলা’র এক পালাগানের আসরে আবুল সরকারের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ওঠে। ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়।
১৯ নভেম্বর রাতে মাদারীপুরে একটি গানের অনুষ্ঠান থেকে তাকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন মামলার বাদী মুফতি মো. আবদুল্লাহ ঘিওর থানায় মামলা দায়ের করলে আদালতের মাধ্যমে আবুল সরকারকে কারাগারে পাঠানো হয়।
পরবর্তীতে তার ভক্ত-সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠলে এনসিপি এ ঘটনার নিন্দা জানায়। একই সঙ্গে বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে ২৫৮ জন নাগরিক বিবৃতি দেন, যা নতুন করে বিষয়টিকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে।
এম







































