• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বিএনপির সঙ্গে আসন সমঝোতা নিয়ে মুখ খুললেন মামুনুল হক


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ২৬, ২০২৫, ০৫:৩৩ পিএম
বিএনপির সঙ্গে আসন সমঝোতা নিয়ে মুখ খুললেন মামুনুল হক

ফাইল ছবি

ঢাকা: দেশের ইসলামি রাজনীতিতে আলোচিত নেতা মাওলানা মামুনুল হক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সামনে জোট, মোর্চা ও নির্বাচনি সমঝোতার বিষয়ে তার দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন। তিনি বাংলাদেশ খেলাফত মজলিসের আমির এবং কওমি মাদরাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব।

মামুনুল হক বলেন, হেফাজতে ইসলাম একটি অরাজনৈতিক প্ল্যাটফর্ম। তবে তিনি নিজে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতিনিধিত্ব করছেন। রাজনীতিতে তাদের মূল লক্ষ্য ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা। নির্বাচনের ক্ষেত্রে ইসলামি রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধভাবে অংশ নিতে তিনি গুরুত্বপূর্ণ মনে করছেন।

বিএনপির সঙ্গে আসন সমঝোতা বা জোট সংক্রান্ত গুঞ্জনকে মিথ্যা আখ্যায়ন করেছেন। তিনি বলেন, বিএনপির সঙ্গে কোনো ইতিবাচক আলোচনা হয়নি। প্রধান ফোকাস ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠাকামী দলগুলোর ঐক্যবদ্ধ অংশগ্রহণ।

জামায়াতে ইসলামের সঙ্গে মতপার্থক্য থাকলেও নির্বাচনে ন্যূনতম ঐকমত্যের ভিত্তিতে সমঝোতা চলমান রয়েছে। তিনি নিজে ব্যক্তিগত নির্বাচনের বিষয়টি এখনও চূড়ান্ত করেননি, তবে ঢাকা-১৩, ঢাকা-৭ বা বাগেরহাট-১ আসন সম্ভাব্য হিসেবে রেখেছেন।

মামুনুল হক অভিযোগ করেন, জুলাই বিপ্লবের পর আওয়ামী লীগের কার্যক্রম আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে পুনর্বাসন করার চেষ্টা হচ্ছে। তবে বিএনপি বা অন্যান্য কোনো পক্ষের সঙ্গে তার দলের জোট বা সমঝোতা নয়।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ভোটগ্রহণ স্বচ্ছ হবে, তবে সন্ত্রাস ও কালো টাকার ছড়াছড়ি এই প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে। সরকারের ভূমিকা সম্পর্কে তিনি সন্দিহান। পাশাপাশি, আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে চলমান বিচার প্রক্রিয়া এবং তৃণমূলের মধ্যকার জড়িততা প্রসঙ্গে সতর্কবার্তা দিয়েছেন।

তিনি মনে করেন, নির্বাচন যতটা সম্ভব নিরাপদ ও সুষ্ঠু করতে সরকার প্রশাসনকে কাঙ্ক্ষিত মানে প্রস্তুত করতে ব্যর্থ হয়েছে। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন, প্রভাবশালী পেশীশক্তি ও নির্বাচনী অনিয়ম এবারও ভোটকে প্রভাবিত করতে পারে।

এসএইচ 

Wordbridge School
Link copied!