• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

হঠাৎ নতুন জোটের ঘোষণা দিল এনসিপি


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ২৬, ২০২৫, ০৭:৫৮ পিএম
হঠাৎ নতুন জোটের ঘোষণা দিল এনসিপি

ফাইল ছবি

রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী কার্যালয়ে সোমবার রাতে মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় শেষে সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী জানান, শিগগিরই একটি নতুন রাজনৈতিক জোট ঘোষণা করা হবে। তিনি বলেন, ধর্মীয় ফ্যাসিবাদ ও চাঁদাবাজবিরোধী এই জোট দেশের ৩০০ আসনে প্রার্থী দেবে।

নাসিরুদ্দীন পাটওয়ারী আরও জানান, বিএনপি-জামায়াতের বাইরে গিয়েই নতুন এই জোটের আগমন ঘটবে। যারা কাজ করবে জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে। তিনি দাবি করেন, দেশবাসী অল্প সময়ের মধ্যেই একটি নতুন অ্যালায়েন্স দেখতে পাবেন, যারা সংস্কার, নারীর অধিকার, আলেম-ওলামাদের সহযোগিতা এবং দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজবিরোধী নীতি নিয়ে কাজ করবে।

দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেন, ভারত ও আওয়ামী লীগ জাতীয় পার্টিকে ব্যবহার করে নির্বাচন বানচালের চেষ্টা করছে। তিনি বলেন, ভারত এবং আওয়ামী লীগের অর্থনৈতিক শক্তি জাতীয় পার্টির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে।

এ সময় নেতারা জুলাই গণঅভ্যুত্থানের পর প্রশাসনকে ভাগ-বাটোয়ারার চিন্তা থেকে রাজনৈতিক দলগুলোকে সরাসরি রাজনীতিতে সক্রিয় হওয়ার আহ্বান জানান।

এর আগে মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে দুদিনব্যাপী মতবিনিময় অনুষ্ঠিত হয়। এরপর সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।

এসএইচ 
 

Wordbridge School
Link copied!