• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

রিজভী-সোহেলের নেতৃত্বে নতুন পরিকল্পনা বিএনপির


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ২৭, ২০২৫, ০৯:০১ পিএম
রিজভী-সোহেলের নেতৃত্বে নতুন পরিকল্পনা বিএনপির

ফাইল ছবি

বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচি বাস্তবায়নে নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক করা হয়েছে অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে এবং সদস্যসচিব করা হয়েছে হাবিব উন-নবী খান সোহেলকে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সহ-দপ্তর সম্পাদক মু. মুনির হোসেন স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।

দলটির এই গুরুত্বপূর্ণ কমিটিতে যুক্ত হয়েছেন বিভিন্ন পেশাগত ক্ষেত্রের সক্রিয় ও অভিজ্ঞ নেতারা। সদস্য হিসেবে থাকছেন-ড. জিয়াউদ্দিন হায়দার, ড. মাহদী আমিন, আমিনুল হক, মীর শাহে আলম, কৃষিবিদ হাসান জাফির তুহিন, আব্দুল মোনায়েম মুন্না, এসএম জিলানী, নুরুল ইসলাম নয়ন, শহীদুল ইসলাম বাবুল, রাজিব আহসান, অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী, মো. আবদুস সাত্তার পাটোয়ারী, রাকিবুল ইসলাম রাকিব, মো. নাছির উদ্দিন, মাওলানা মো. সেলিম রেজা, অ্যাডভোকেট মাওলানা কাজী মো. আবুল হোসেন, ড. সাইমুম পারভেজ, ড. আব্দুল মজিদ ও কামরুল ইসলাম।

দলের ভিশন পুনর্গঠনের অংশ হিসেবে এই কমিটি বিভিন্ন খাতে নীতি প্রণয়ন, কর্মপরিকল্পনা তৈরি ও মাঠ পর্যায়ে বাস্তবায়ন তদারকিতে ভূমিকা রাখবে বলে জানা গেছে।

এসএইচ 

Wordbridge School
Link copied!