• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

তাড়াহুড়ো করে দু’টি আইন পাস করাতে চাচ্ছে সরকার: মির্জা ফখরুল


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ২৮, ২০২৫, ০৯:৫৪ পিএম
তাড়াহুড়ো করে দু’টি আইন পাস করাতে চাচ্ছে সরকার: মির্জা ফখরুল

অন্তর্বর্তী সরকারের উদ্যোগে দ্রুতগতিতে দুটি আইন পাস করানোর চেষ্টাকে প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২৮ নভেম্বর) সহ–দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এ উদ্বেগের কথা জানান।

মির্জা ফখরুল দাবি করেন, সংশোধিত পুলিশ কমিশন আইন এবং এনজিও বিষয়ক একটি নতুন আইন অল্প সময়ের মধ্যে পাস করানোর জন্য সরকারের বিশেষ তৎপরতা চলছে। তাঁর মতে, নির্বাচন আসন্ন হওয়ায় এত গুরুত্বপূর্ণ আইন নিয়ে তড়িঘড়ি সিদ্ধান্ত গ্রহণের উদ্দেশ্য জনগণের কাছে স্পষ্ট নয় এবং এতে গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

তিনি বলেন, গণমতের প্রতিনিধিত্ব ছাড়াই জরুরি ভিত্তিতে এ ধরনের আইন পাস করা গণতান্ত্রিক বিধানকে দুর্বল করবে। এই আইনগুলো পরবর্তী সংসদে যুক্তিতর্ক, আলোচনা ও পর্যালোচনার মাধ্যমে পাস করাই শ্রেয়।

সরকারকে এ ধরনের উদ্যোগ থেকে সরে এসে সংযত থাকার আহ্বান জানান তিনি।

এর আগে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) দ্বিবার্ষিক কাউন্সিলের উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব। সেখানে তিনি বলেন, ফেব্রুয়ারিতে নির্ধারিত জাতীয় নির্বাচন জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত, যা দেশের গণতান্ত্রিক চর্চায় প্রত্যাবর্তনের সুযোগ তৈরি করতে পারে।

তিনি আরও বলেন, গণতন্ত্রে ফিরে যেতে হলে ক্ষমতার বাইরে থাকা মানুষের মতপ্রকাশের স্বাধীনতা রক্ষা করতে হবে। ভিন্নমতকে সম্মান করার রাজনৈতিক সংস্কৃতি ছাড়া গণতান্ত্রিক পথ সুগম হয় না।

Wordbridge School
Link copied!