• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

খালেদা জিয়ার জন্য প্রস্তুত এয়ার অ্যাম্বুলেন্স


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ২৯, ২০২৫, ০২:৫২ পিএম
খালেদা জিয়ার জন্য প্রস্তুত এয়ার অ্যাম্বুলেন্স

ফাইল ছবি

ঢাকা: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান। 

শনিবার (২৯ নভেম্বর) তিনি সাংবাদিকদের বলেন, দেশের বাইরের বিভিন্ন হাসপাতালের সঙ্গে কথা বলা আছে এবং এয়ার অ্যাম্বুলেন্সও প্রস্তুত রয়েছে। খালেদা জিয়ার বিদেশে যাওয়ার মতো অবস্থা হলে তাকে নিয়ে যাওয়া হবে।

বর্তমানে এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন ৮০ বছর বয়সী এই নেতা। তিনি ২৩ নভেম্বর ফুসফুসে সংক্রমণ ও হৃদযন্ত্রের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন। দেশি-বিদেশি বিশেষজ্ঞদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ড তার চিকিৎসা তত্ত্বাবধান করছে।

এদিকে সকালে খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে আসেন বিএনপি নেতা নাজিমুদ্দিন আলম ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৩ নেতা। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না জানান, খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থায় তাকে বিদেশে নেয়া সম্ভব নয়।

এদিকে, খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতিতে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও তার স্বাস্থ্যের খোঁজখবর রাখছেন এবং প্রয়োজনীয় সব চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।

এসআই

Wordbridge School
Link copied!