• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

খালেদা জিয়াকে বিদেশ নেওয়ার মতো অবস্থা নেই: মির্জা ফখরুল


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ২৯, ২০২৫, ০৬:৫৮ পিএম
খালেদা জিয়াকে বিদেশ নেওয়ার মতো অবস্থা নেই: মির্জা ফখরুল

ফাইল ছবি

ঢাকাঃ বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি বর্তমানে এমন পর্যায়ে নেই যে তাকে বিদেশে নেওয়া সম্ভব হবে। 

শনিবার (২৯ নভেম্বর) বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, “দেশনেত্রী খালেদা জিয়া কয়েকদিন ধরে এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার শারীরিক অবস্থা কিছুটা সংকটাপন্ন। দেশের বিশিষ্ট চিকিৎসকবৃন্দ, আমেরিকার জন হপকিন্স এবং লন্ডনের কনিকো বিশেষজ্ঞরা তার চিকিৎসা করছেন।”

মির্জা ফখরুল আরও জানান, শুক্রবার রাতের দুই-আড়াই ঘণ্টার একটি মেডিকেল বোর্ড সভায় চিকিৎসকরা বিস্তারিতভাবে খালেদা জিয়ার বর্তমান অবস্থার মূল্যায়ন করেছেন। সভায় সিদ্ধান্ত হয়েছে, বর্তমানে তার বিদেশে নেওয়ার মতো শারীরিক অবস্থা নেই। তবে চিকিৎসকরা জানিয়েছেন, শারীরিক অবস্থা স্থিতিশীল হলে বিদেশে নেওয়ার বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব।

তিনি বলেন, “বিদেশে নেওয়ার জন্য ভিসা, আন্তর্জাতিক যোগাযোগ এবং এয়ার অ্যাম্বুলেন্সের বিষয়গুলো নিয়ে ইতিমধ্যে যথেষ্ট আলোচনা ও প্রস্তুতি চলছে। যদি প্রয়োজন হয় এবং দেখা যায় ‘সি ইজ রেডি টু ফ্লাই’, তখন দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”

মির্জা ফখরুল জানান, ৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভার, ফুসফুস এবং চোখের নানা জটিলতায় ভুগছেন। শুক্রবার রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে ঢাকার বসুন্ধরা এলাকায় অবস্থিত এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষার সময় বুকে সংক্রমণ ধরা পড়ে এবং তার অবস্থা অনুযায়ী ভর্তি করা হয়।

বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার উদ্বেগ প্রকাশ করে দেশবাসীর কাছে সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

এসএইচ 
 

Wordbridge School
Link copied!