• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

খালেদা জিয়ার কোনো দলের নয়, সমগ্র জাতির সম্পদ: জামায়াত নেতা তাহের


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ১, ২০২৫, ০৭:০৬ পিএম
খালেদা জিয়ার কোনো দলের নয়, সমগ্র জাতির সম্পদ: জামায়াত নেতা তাহের

ছবি: সংগৃহীত

ঢাকা: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। তিনি বলেন, খালেদা জিয়া কোনো দলের একক সম্পদ নয়, তিনি একজন সত্যিকারের দেশপ্রেমিক এবং আপসহীন নেতা হিসেবে গোটা দেশের সম্পদ। আমরা তার সুস্থতা কামনা করি।

সোমবার (১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডা. তাহের। জানা যায়, গত সপ্তাহে এই হাসপাতালে তার হার্টে রিং পরানো হয়।

ডা. তাহের আরও বলেন, “আগামী দিনের রাজনীতি সামলাতে সব দলের মধ্যে আরও বেশি প্রাজ্ঞতা ও ঐক্য প্রয়োজন। বাংলাদেশের আজকের প্রেক্ষাপটে এটি অপরিহার্য।” তিনি প্রত্যাশা করেন, রাজনৈতিক নেতা ও দলগুলো সমঝোতা এবং ঐক্যবদ্ধ হয়ে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলা করবে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দেশের প্রধান দলের চেয়ারপারসনের সুস্থতা ও নেতৃত্বের অবস্থা শুধু দলেরই নয়, জাতীয় রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ। বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি আগামী দিনের রাজনৈতিক প্রক্রিয়ায় বড় প্রভাব ফেলতে পারে।

এসএইচ 

Wordbridge School
Link copied!