• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

৬ ডিসেম্বর নিয়ে যে পরিকল্পনা নিল ১৬টি রাজনৈতিক দল


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ১, ২০২৫, ০৭:৫৯ পিএম
৬ ডিসেম্বর নিয়ে যে পরিকল্পনা নিল ১৬টি রাজনৈতিক দল

প্রতীকী ছবি

রাজধানীতে গত রোববার অনুষ্ঠিত এক বৈঠকে জাতীয় পার্টির (জাপা) একাংশ ও জাতীয় পার্টির (জেপি) নেতৃত্বে ১৬টি রাজনৈতিক দল আগামী ৬ ডিসেম্বর গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘোষণা দিতে যাচ্ছে। বৈঠকে অংশ নেওয়া নেতারা জানিয়েছেন, এই উদ্যোগ কেবল নির্বাচনের জন্য নয়, ভবিষ্যতের রাজনীতিতেও দলগুলোর ঐক্যবদ্ধ অংশগ্রহণ নিশ্চিত করবে।

বৈঠকে সভাপতির বক্তব্যে জাপার একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ বলেন, আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে কি নেবে তা এখনও নিশ্চিত নয়। যদি অংশ না নেয়, তবে নির্বাচনে ২৫ শতাংশ ভোটের সুযোগ থেকে তৃতীয় ধারা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি আরও বলেন, যেকোনো পরিস্থিতিতেই বিরোধী শক্তিকে শক্তিশালী করার লক্ষ্য এবারই সর্বোচ্চ।

বৈঠকে জাপা ও জেপির পাশাপাশি জনতা পার্টি, জাতীয় পার্টি (মতিন), বাংলাদেশ মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ ইসলামিক জোট, জাতীয় সংস্কার জোট, বাংলাদেশ মানবাধিকার পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), বাংলাদেশ সার্বজনীন দল, পিস অ্যালায়েন্স, ন্যাপ ভাসানী, বাংলাদেশ গণধিকার পার্টি, ডেমোক্রেটিক পার্টি ও গণতান্ত্রিক জোট বাংলাদেশের নেতারা অংশ নেন।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ১৬ দলের এই যৌথ পদক্ষেপ দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বিরোধী জোটের শক্তি বৃদ্ধির পাশাপাশি নির্বাচনের ভবিষ্যত কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

একই দিন, রাজউকের প্লট বরাদ্দে দুর্নীতি ও অনিয়মের মামলার রায়ও ঘোষিত হওয়ার কথা রয়েছে, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকসহ ১৭ জনকে আসামি করা হয়েছে। দুটি ঘটনাই দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দেবে।

এসএইচ 

Wordbridge School
Link copied!