• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ভারত ছাড়ছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল, নতুন যে দেশে যাওয়ার সম্ভাবনা


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ৩, ২০২৫, ১২:০৯ পিএম
ভারত ছাড়ছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল, নতুন যে দেশে যাওয়ার সম্ভাবনা

গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ভারত ত্যাগ করছেন। মৃত্যুদণ্ড কার্যকর না হওয়া কোনো দেশে আশ্রয় নেওয়ার চেষ্টা করছেন তিনি। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে বন্দিবিনিময় চুক্তি নেই এমন দেশেও আশ্রয় নেওয়ার পরিকল্পনা করছেন।

সুত্রে জানা গেছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের পরপরই কামাল কলকাতার রোজডেল এলাকা থেকে অজ্ঞাত স্থানে চলে গেছেন। কয়েকদিন ধরে তার দলের কোনো নেতাকর্মীর সাথেও দেখা হয়নি। কামাল সম্প্রতি ভারত ছাড়ার ইঙ্গিত দিয়েছেন এবং বলেছেন, ‘ভারতে থাকা এখন আর নিরাপদ মনে হচ্ছে না। নতুন কোনো বিকল্প ভাবতে হচ্ছে।’

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের পর ভারতকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়ে কামালের প্রত্যর্পণ চাওয়া হয়। ভারত সরকার চিঠি গ্রহণ করেছেন এবং বিষয়টি যাচাই-পর্যালোচনা করছে। এতে কামাল বেশ সঙ্কুচিত হয়েছেন এবং কলকাতার ডেরা পরিবর্তন করে অজ্ঞাত স্থানে আত্মগোপনে গেছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, কামালকে নিরাপদ আশ্রয় নেওয়ার জন্য ভারত সহযোগিতা করতে পারে। তবে বাংলাদেশের লক্ষ্য তাকে দেশে ফিরিয়ে এনে বিচার কার্যকর করা। কর্মকর্তার মতে, ‘জুলাই গণঅভ্যুত্থানের সময় মানুষের ওপর করা নৃশংস হামলার জন্য দণ্ডপ্রাপ্ত আসাদুজ্জামান খান কামালকে অবশ্যই বাংলাদেশের বিচার ব্যবস্থার মুখোমুখি হতে হবে।’

ভারত থেকে দ্রুত অন্য দেশে যাওয়ার পরিকল্পনা রয়েছে কামালের, তবে প্রত্যর্পণ বিষয়ে কূটনৈতিক পর্যায়ে পর্যবেক্ষণ চালানো হচ্ছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আশা প্রকাশ করেছেন, ‘ঢাকার কসাই’ হিসেবে পরিচিত কামালকে শিগগিরই দেশে ফিরিয়ে আনা হবে এবং বিচার কার্যকর করা হবে।’

এম

Wordbridge School
Link copied!