• ঢাকা
  • শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

কৃত্রিম শ্বাসপ্রশ্বাসে চলছে গুলিবিদ্ধ হাদির জীবন রক্ষার লড়াই


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ১৩, ২০২৫, ০৪:০৪ পিএম
কৃত্রিম শ্বাসপ্রশ্বাসে চলছে গুলিবিদ্ধ হাদির জীবন রক্ষার লড়াই

ছবি: সংগৃহীত

মাথায় গুলি লাগার পর ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ওসমান হাদির অবস্থা এখনও সংকটাপন্ন। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। শুক্রবার দুপুরে বিজয়নগর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হওয়ার পর থেকেই তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. জাহিদ রায়হান হাদির সর্বশেষ অবস্থা সম্পর্কে বলেন, তার অবস্থা অত্যন্ত খারাপ এবং পুরোপুরি ক্রিটিক্যাল। হাসপাতালে আনার সময়ও তার জীবনচিহ্ন ছিল। অপারেশনের সময় অ্যানেসথেশিয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, তার নিজস্ব শ্বাসপ্রশ্বাসের ক্ষমতা এখনো রয়েছে।

ডা. জাহিদ রায়হান জানান, অস্ত্রোপচারের সময় হাদির দুইবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে এবং অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ শুরু হয়েছিল। তিনি বলেন, রোগীর বিষয়ে কোনো আশার কথা বলা যাচ্ছে না, তবে তিনি এখনো বেঁচে আছেন। বাকিটা সৃষ্টিকর্তার ওপর নির্ভর করছে।

চিকিৎসকদের ধারণা, গুলি মাথার এক পাশ দিয়ে প্রবেশ করে অন্য পাশ দিয়ে বেরিয়ে গেছে। ডা. জাহিদ বলেন, বুলেট যদি মাথার ভেতরে থেকে যেত, তাহলে ধরে নেওয়া হতো মস্তিষ্কের গভীরে অবস্থান করছে। গুলিটি মগজের কেন্দ্রীয় অংশ স্পর্শ করেছে। সরাসরি সেখানে পৌঁছানোর প্রয়োজন হয়নি। তবে গুলির কিছু ক্ষুদ্র অংশ মস্তিষ্কের ভেতরে থেকে গিয়েছিল, যেগুলো অপারেশনের সময় সংগ্রহ করা হয়েছে।

চিকিৎসক আরও জানান, উন্নত লাইফ সাপোর্ট সুবিধার জন্য পরিবারের সিদ্ধান্তে হাদিকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে।

এর আগে শুক্রবার দুপুরে বিজয়নগর এলাকায় অটোরিকশায় যাতায়াতের সময় দুর্বৃত্তরা ওসমান হাদির মাথায় গুলি চালিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং জরুরি অস্ত্রোপচার করা হয়। পরে লাইফ সাপোর্টে রাখার প্রয়োজন হলে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

ওসমান হাদির ওপর এই হামলার ঘটনায় রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। তার শারীরিক অবস্থার উন্নতির জন্য বিভিন্ন মহল থেকে দোয়া কামনা করা হচ্ছে।

এসএইচ 

Wordbridge School
Link copied!