• ঢাকা
  • বুধবার, ০৭ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ঢাকা-১৭ আসনে তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী ডা. খালিদুজ্জমান


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ৩, ২০২৬, ০৪:১৬ পিএম
ঢাকা-১৭ আসনে তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী ডা. খালিদুজ্জমান

ফাইল ছবি

রাজধানীর অভিজাত এলাকা গুলশান, বনানী, বারিধারা ও ক্যান্টনমেন্ট নিয়ে গঠিত ঢাকা-১৭ আসনে এবারের নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. এস এম খালিদুজ্জমান। নির্বাচনী হলফনামায় প্রকাশিত তথ্যে দেখা গেছে, আয় ও সম্পদের দিক থেকে দুই প্রার্থীর মধ্যে রয়েছে বড় ধরনের ব্যবধান।

চিকিৎসক ও ব্যবসায়ী হিসেবে পরিচিত ডা. খালিদুজ্জমানের ব্যবসা থেকে বছরে আয় ৩ কোটি ৫২ লাখ টাকা। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত তাঁর হলফনামায় এসব তথ্য উল্লেখ করা হয়েছে।

হলফনামা অনুযায়ী, ডা. খালিদুজ্জমানের শেয়ার, সঞ্চয়পত্র ও ব্যাংক আমানত থেকে বার্ষিক আয় ১১ লাখ ৬৮ হাজার ৫২৭ টাকা। তাঁর হাতে বর্তমানে নগদ রয়েছে ৬৮ লাখ ২৬ হাজার ১২০ টাকা। তাঁর স্ত্রীর হাতে নগদ রয়েছে ৩ লাখ ৪৮ হাজার ৫১০ টাকা।

ব্যাংক হিসাবে ডা. খালিদুজ্জমানের নামে জমা রয়েছে ৩৩ লাখ ৭৯ হাজার ৩৬৩ টাকা এবং তাঁর স্ত্রীর হিসাবে রয়েছে ৫ লাখ ৪৪ হাজার ৭০২ টাকা।

পাঁচ সন্তানের বাবা ডা. খালিদুজ্জমানের নিজের নামে রয়েছে ২ কোটি ২৫ লাখ ৫৯৫ টাকার বন্ড, ঋণপত্র ও কোম্পানির শেয়ার। তাঁর স্ত্রীর নামে রয়েছে ৯০ লাখ টাকার সমপরিমাণ বিনিয়োগ। এ ছাড়া তাঁর নিজের নামে সঞ্চয়পত্রে আছে ১ কোটি ৩৬ লাখ ৮৯ হাজার ৬১৭ টাকা এবং স্ত্রীর নামে রয়েছে ৩৯ লাখ ৫০ হাজার টাকার সঞ্চয়পত্র।

একই আসনে বিএনপির প্রার্থী এবং দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী হলফনামায় দেখা গেছে, তাঁর মোট সম্পদের পরিমাণ ১ কোটি ৯৬ লাখ ৮০ হাজার ১৮৫ টাকা।

২০২৪-২৫ অর্থবছরে তাঁর বার্ষিক আয় ছিল ৬ লাখ ৭৬ হাজার ৩৫৩ টাকা। এই আয় মূলত শেয়ার, সঞ্চয়পত্র, বন্ড ও ব্যাংক আমানত থেকে এসেছে।

হলফনামা অনুযায়ী, তারেক রহমানের নিজের নামে নগদ অর্থ ও ব্যাংক আমানত রয়েছে ৩১ লাখ ৫৮ হাজার ৪২৮ টাকা। তাঁর স্ত্রীর নামে রয়েছে ৬৬ লাখ ৫৪ হাজার ৭৪৭ টাকা। এ ছাড়া তাঁর নিজের নামে প্রায় ৯০ লাখ টাকার এফডিআর রয়েছে এবং স্ত্রীর নামে এফডিআরের পরিমাণ ৩৫ লাখ টাকা।

২০২৫-২৬ করবর্ষে তারেক রহমান আয়কর দিয়েছেন ১ লাখ ১ হাজার ৪৫৩ টাকা। একই সময়ে তাঁর স্ত্রীর আয়কর পরিশোধের পরিমাণ ৫ লাখ ৫৭ হাজার ৭১৩ টাকা।

এসএইচ 

Wordbridge School
Link copied!