• ঢাকা
  • বুধবার, ০৭ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ডানপন্থার পথে এনসিপি, পদত্যাগের ঘোষণা নীলিমা দোলার


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ৩, ২০২৬, ০৯:১৬ পিএম
ডানপন্থার পথে এনসিপি, পদত্যাগের ঘোষণা নীলিমা দোলার

ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির কেন্দ্রীয় সদস্য সৈয়দা নীলিমা দোলা। শনিবার বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি পদত্যাগের ঘোষণা দেন।

পোস্টে নীলিমা দোলা লেখেন, এনসিপির পক্ষে আর মধ্যপন্থী রাজনীতির নতুন পথ তৈরি করা সম্ভব নয়। তাঁর ভাষ্য অনুযায়ী, জুলাই-পরবর্তী সময়ে প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কারের লক্ষ্য নিয়ে কাজ করবে-এই প্রত্যাশা থেকেই তিনি দলটির সঙ্গে যুক্ত ছিলেন। তবে সাম্প্রতিক বিভিন্ন সিদ্ধান্তে তাঁর কাছে স্পষ্ট হয়েছে, এনসিপি সম্পূর্ণভাবে ডানপন্থী রাজনীতির ধারায় ঢুকে পড়েছে এবং সেই ঘরানাকেই সক্রিয়ভাবে পৃষ্ঠপোষকতা দিচ্ছে।

তিনি বলেন, জামায়াতের সঙ্গে এনসিপির যে নির্বাচনকেন্দ্রিক জোট গড়ে উঠেছে, সেটি কোনো কৌশলগত জোট নয়। তাঁর দাবি, যদি তা হতো, তাহলে এত সংখ্যক নেতাকর্মীর পদত্যাগ ঘটত না। দলের নেতাকর্মীদের বিভ্রান্ত করে এই জোট করা হয়েছে এবং মনোনয়ন দেওয়ার আশ্বাস দিয়ে তীব্র প্রতারণা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

নীলিমা দোলা লেখেন, জুলাইয়ের জনতার কাছে এনসিপির বড় ধরনের দায় রয়েছে। অভ্যুত্থানের পর এনসিপির প্রতি জনগণের যে বিশ্বাস ও আস্থা তৈরি হয়েছিল, তা গত কয়েক মাসে ভেঙে পড়েছে। তাঁর মতে, আসন্ন কঠিন সময়ে জনগণ এর যথাযথ জবাব দেবে।

পোস্টে তিনি আরও উল্লেখ করেন, এনসিপি হাজারো জুলাই শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে রাজনীতিতে এসেছিল। ধর্মীয় রাজনীতিকে সামনে এনে রাজনীতি করার জন্য শহীদরা জীবন দেননি বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে তিনি স্মরণ করিয়ে দেন, ২০২৪ সালের জুলাইয়ে বাংলাদেশে কোনো ধর্মীয় বিপ্লব বা অভ্যুত্থান হয়নি।

সবশেষে নীলিমা দোলা বলেন, তাঁর মতো মানুষের এনসিপি থেকে বিদায়ই প্রমাণ করে, বাংলাদেশে এনসিপির বাইরে জুলাইয়ের আরও একটি পক্ষশক্তি রয়েছে। এই মানুষগুলো বাংলার জনতা ও জমিনকে চেনে বলেই তিনি বিশ্বাস করেন।

এসএইচ 

Wordbridge School
Link copied!