• ঢাকা
  • বুধবার, ০৭ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

প্রশাসন একতরফা হলে নির্বাচনের প্রয়োজন নেই: হাসনাত আব্দুল্লাহ


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ৫, ২০২৬, ১১:৫৩ এএম
প্রশাসন একতরফা হলে নির্বাচনের প্রয়োজন নেই: হাসনাত আব্দুল্লাহ

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি বেলন, যদি প্রশাসন একপক্ষীয় আচরণ করে, তাহলে নির্বাচনের কোনো প্রয়োজন নেই।

সোমবার (৫ জানুয়ারি) সকালে শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত শেষে ‘আজাদির যাত্রা’র সূচনাকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

হাসনাত আব্দুল্লাহ বলেন, গণতন্ত্র রক্ষার প্রশ্নে বিএনপিসহ সব রাজনৈতিক দলের দায়িত্ব রয়েছে। তিনি বলেন, “বিএনপি যদি সত্যিই গণতন্ত্র চায়, তাহলে প্রশাসনের প্রকাশ্য পক্ষপাতমূলক আচরণের বিরুদ্ধেও তাদের অবস্থান স্পষ্ট করতে হবে।”

এ সময় উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি অভিযোগ করেন, প্রশাসন এখন একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতি ঝুঁকে পড়ছে। তার দাবি, সরকারি কর্মকর্তারা শেখ হাসিনার শাসনামলের মতো আচরণ পুনরাবৃত্তি করছেন এবং অফিস ফেলে রেখে রাজনৈতিক নেতাকে স্বাগত জানাতে ব্যস্ত ছিলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “আমরা চাই না কেউ আবার গোলামির রাজনীতিতে ফিরে যাক।” একই সঙ্গে তিনি অভিযোগ করেন, শহীদ ওসমান হাদির হত্যার ঘটনায় এখনো প্রকৃত দোষীদের শনাক্ত করতে ব্যর্থ হয়েছে সরকার।

তিনি আরও বলেন, “হাদির আজাদির সংগ্রাম আজ থেকেই নতুনভাবে শুরু হলো। এগারো দলীয় জোট এখন আজাদির জোট হিসেবে কাজ করবে। আমরা দাসত্বের রাজনীতি করব না।”

ঘোষণার অংশ হিসেবে তিনি জানান, শাহবাগ ও রমনা এলাকাকে ‘আজাদির এলাকা’ হিসেবে ঘোষণা করা হয়েছে। এসব এলাকায় কোনো ধরনের সন্ত্রাস, চাঁদাবাজি বা অপরাধমূলক কর্মকাণ্ড বরদাশত করা হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, তাদের প্রচারণায় কেবল ‘আজাদি’র বার্তাই তুলে ধরা হবে। অন্য কোনো প্রতীক বা বিষয় সামনে আনার পরিকল্পনা নেই।

এম

Wordbridge School
Link copied!