• ঢাকা
  • শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমি মোটেও সন্তুষ্ট নই: মির্জা ফখরুল


জেলা প্রতিনিধি জানুয়ারি ৯, ২০২৬, ১১:২৮ এএম
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমি মোটেও সন্তুষ্ট নই: মির্জা ফখরুল

দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, গোটা দেশের মানুষ এখন একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য অপেক্ষা করছে। কিন্তু বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যে পর্যায়ে দাঁড়িয়েছে, তাতে আমি মোটেও সন্তুষ্ট নই।

শুক্রবার (৯ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ের নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের ফলাফল জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে অন্যান্য ছাত্র সংগঠনের ছেলেরা সক্রিয় থাকলেও ছাত্রদলের নেতাকর্মীরা সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে পারেনি। সেই পরিস্থিতির প্রভাব এখানে দেখা যাচ্ছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উত্তরাঞ্চল সফর নিয়ে তিনি বলেন, এটি মূলত উনার ব্যক্তিগত সফর। দেশে ফেরার পর তিনি জুলাই আন্দোলনে শহীদ আবু সাঈদসহ অন্যান্য শহীদদের কবর জিয়ারত করবেন।

উত্তরাঞ্চলে তারেক রহমানের সফর প্রসঙ্গে তিনি বলেন, ঢাকায় উনার আগমনে লাখ লাখ মানুষের জমায়েত হয়েছিল। এখন জেলা পর্যায়ের এই সফর তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। এই সফর পিছিয়ে পড়া উত্তরাঞ্চলকে অর্থনৈতিকভাবে স্বনির্ভর করতে ভূমিকা রাখবে।মতবিনিময় সভায় ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, সহ-সভাপতি আবু তাহের দুলালসহ দলটির অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, সহসভাপতি আবু তাহের দুলালসহ দলটির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷

এম

Wordbridge School
Link copied!