• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

মামুনুল হককে শোকজ করল নির্বাচন কমিশন


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১৪, ২০২৬, ০৫:১৭ পিএম
মামুনুল হককে শোকজ করল নির্বাচন কমিশন

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের তিন সপ্তাহ পূর্বেই নির্বাচনি প্রচারণা চালানোর অভিযোগে ঢাকা-১৩ আসনের খেলাফত মজলিসের প্রার্থী মামুনুল হককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন। 

বুধবার (১৪ জানুয়ারি) ঢাকা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. ইউনুচ আলী স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে নোটিশটি দেওয়া হয়।

নোটিশে বলা হয়েছে, গত ১৩ জানুয়ারি বিকেল ৫টার দিকে মামুনুল হক তার অনুসারীদের নিয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেছেন। বিষয়টি একটি গণমাধ্যমে সংবাদ আকারে প্রকাশিত হয়েছে।

নির্বাচন কমিশন জানায়, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি, ২০২৫-এর বিধি অনুযায়ী ভোটগ্রহণের জন্য নির্ধারিত দিনের তিন সপ্তাহ পূর্বে কোনো প্রকার নির্বাচনি প্রচারণা চালানো নিষিদ্ধ। যেহেতু ভোটগ্রহণের তারিখ ১২ ফেব্রুয়ারি নির্ধারিত, তাই ১৩ জানুয়ারির প্রচারণা বিধি ৩ ও ১৮-এর সুস্পষ্ট লঙ্ঘন।

মামুনুল হককে আগামী ১৭ জানুয়ারি বিকাল ৫টার মধ্যে নিজে বা একজন প্রতিনিধি পাঠিয়ে রিটার্নিং অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত জবাব দাখিল করতে বলা হয়েছে। এতে আচরণবিধি লঙ্ঘনের দায়ে কেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না, তা জানাতে হবে।

ঢাকা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. ইউনুচ আলী জানিয়েছেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আচরণবিধি বজায় রাখা সবার নৈতিক দায়িত্ব। অভিযোগের সত্যতা পাওয়ার পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

এসএইচ 
 

Wordbridge School
Link copied!