• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

আসন সমঝোতা নিয়ে যা বললেন মামুনুল হক


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১৫, ২০২৬, ০৪:৪৯ পিএম
আসন সমঝোতা নিয়ে যা বললেন মামুনুল হক

ফাইল ছবি

আসন সমঝোতা নিয়ে টানাপোড়েনের মধ্যেও ইসলামী আন্দোলন বাংলাদেশকে সঙ্গে নিয়ে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি মনে করছেন, শেষ পর্যন্ত সবাই একসঙ্গেই এগিয়ে যেতে পারবেন।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে জোটের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি জানান, দশ দলীয় জোটের উপস্থিতিতে বৈঠক সম্পন্ন হয়েছে এবং ইসলামী আন্দোলনের সঙ্গেও আলোচনা হয়েছে।

জোটের পক্ষ থেকে প্রত্যাশা করা হচ্ছে, ইসলামী আন্দোলনকে সঙ্গী করেই আসনভিত্তিক প্রার্থী ঘোষণা সম্ভব হবে। এ বিষয়ে বিস্তারিত অবস্থান রাতের সংবাদ সম্মেলনে জানানো হবে বলে ইঙ্গিত দেন তিনি।

এর আগে জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি রাশেদ প্রধান জানান, জোট এখন সমঝোতার চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ইসলামী আন্দোলন পুরোপুরি সমঝোতায় রয়েছে কিংবা সম্পূর্ণভাবে সরে গেছে-এমন কোনো অবস্থান এখনো স্পষ্ট নয়। সব বিষয় রাত ৮টার পর চূড়ান্তভাবে নির্ধারিত হবে বলে জানান তিনি।

দীর্ঘ আলোচনার পরও আসন সমঝোতা নিয়ে জোটের ভেতরে অনিশ্চয়তা পুরোপুরি কাটেনি। তবে আজকের বৈঠক ও নেতাদের বক্তব্যে সমঝোতার সম্ভাবনার ইঙ্গিত মিলছে। রাজনৈতিক মহলের দৃষ্টি এখন রাতের সংবাদ সম্মেলনের দিকে, যেখানে জোটের ভবিষ্যৎ কৌশল ও ইসলামী আন্দোলন বাংলাদেশের অবস্থান স্পষ্ট হওয়ার কথা।

এসএইচ 
 

Wordbridge School
Link copied!