• ঢাকা
  • বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

গণভোটে বিএনপি ‘হ্যাঁ’-র পক্ষে অবস্থান নেবে


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ২১, ২০২৬, ০৩:৫৭ পিএম
গণভোটে বিএনপি ‘হ্যাঁ’-র পক্ষে অবস্থান নেবে

ছবি: সংগৃহীত

আগামী জাতীয় সংসদ নির্বাচনের সময় গণভোটে বিএনপি ‘হ্যাঁ’-র পক্ষে অবস্থান নেবে বলে জানিয়েছেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদী আমিন। বুধবার গুলশানস্থ বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

মাহাদী আমিন বলেন, “আমাদের প্রার্থীরা যখন ঢাকায় এসেছিলেন, তখন আমরা তাদের জানিয়েছি যে নির্বাচনী প্রচারণায় গণভোটে আমরা ‘হ্যাঁ’-র পক্ষে থাকব।”

তিনি আরও বলেন, “নোট অব ডিসেন্ট স্বাভাবিক একটি বিষয়। গণতন্ত্রে ভিন্নমত ও ভিন্ন পথ থাকবে। এ ধরনের বিষয়গুলো নিয়ে আমরা সংসদে আলোচনা করব।”

মাহাদী আমিনের বক্তব্যে স্পষ্ট হয়, সামগ্রিকভাবে গণভোটে দলের অবস্থান ‘হ্যাঁ’-র পক্ষে এবং এ নীতি দলের সকল সদস্যের কাছে জানিয়েছে বিএনপি।

সংবাদ সম্মেলনে তিনি গণতন্ত্রের মূল নীতিসমূহ রক্ষা এবং দলের অভ্যন্তরীণ ঐক্য বজায় রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
 

এসএইচ 

Wordbridge School
Link copied!