• ঢাকা
  • সোমবার, ১৭ জুন, ২০২৪, ৩ আষাঢ় ১৪৩১

রাজধানীর যেসব এলাকার গ্যাস থাকবে না বৃহস্পতিবার 


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ৩, ২০২১, ০৭:৫৮ পিএম
রাজধানীর যেসব এলাকার গ্যাস থাকবে না বৃহস্পতিবার 

ফাইল ছবি

ঢাকা : গ্যাস পাইপলাইন সংস্কার কাজের জন্য রাজধানীর বেশ কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) বেশ কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে। 

রাজধানীতে গ্যাস বিতরণকারী সংস্থা তিতাস গ্যাস জানায়, বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে সন্ধ্যা ০৬টা পর্যন্ত রাজধানীর জিয়া সরণি, জুরাইন মেডিকেল রোড, জুরাইন মাদ্রাসা রোড, এ কে স্কুল রোড এবং মীর হাজীরবাগ ও আশেপাশের এলাকায় আবাসিকসহ সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তিতাস গ্যাস জানায়, গ্যাসের স্বল্পচাপ জনিত সমস্যা নিরসনে মুরাদপুর পোকার বাজার রোড সংলগ্ন মুরাদপুর হাইস্কুল ও জুরাইন এলাকায় বিদ্যমান গ্যাস পাইপলাইনের পুনর্বাসন ও সংশ্লিষ্ট সার্ভিস লাইন স্থানান্তর কাজের টাই-ইনের জন্য এসব এলাকায় গ্যাস সরবরাহ বৃহস্পতিবার নির্দিষ্ট সময়ের জন্য বন্ধ থাকবে।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!