• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হেফাজতের সহকারী মহাসচিবকে গ্রেফতারের কারণ জানালেন পুলিশ


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১৫, ২০২১, ০১:০০ পিএম
হেফাজতের সহকারী মহাসচিবকে গ্রেফতারের কারণ জানালেন পুলিশ

ফাইল ছবি

ঢাকা: হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব সাখাওয়াত হোসেনকে (৪২) গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যার পর লালবাগ এলাকার একটি মাদ্রাসার কাছ থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি লালবাগ মাদ্রাসায় শিক্ষকতা করেন। 

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মাহবুব আলম বলেন, সম্প্রতি  মতিঝিল, পল্টন এলাকায় নাশকতার ঘটনায় তার সম্পৃক্ততা পাওয়ার পর পুলিশ তাকে খুঁজছিল।

তাকে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে এমন প্রশ্নের জবাবে পুলিশের এই কর্মকর্তা বলেন, সম্প্রতি হেফাজতে ইসলাম আন্দোলনের নামে যে তাণ্ডব চালিয়েছে এসব ঘটনায় রাজধানীর একাধিক থানায় কয়েকটি মামলা হয়েছে। এসব মামলার মধ্যে কয়েকটি মামলায় মুফতি শাখাওয়াত হোসাইন রাজীকে গ্রেফতার দেখানো হয়েছে।

সাখাওয়াতকে আজ  আদালতে হাজির করে রিমান্ড আবেদন করবে পুলিশ। 

মার্চের শেষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে সফরের বিরুদ্ধে হেফাজতে বিক্ষোভ ও হরতালে বিভিন্ন স্থানে সহিংসতা ঘটে।

এরপর সংগঠনটির সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী, সহ-অর্থ সম্পাদক ইলিয়াস হামিদি, সহ-প্রচার সম্পাদক মুফতি শরিফউল্লাহসহ কয়েকজন নেতা-কর্মীকে গ্রেফতার করে পুলিশ।

হেফাজত আমির জুনাইদ বাবুনগরী সংগঠনের গ্রেফতার নেতা-কর্মীদের মুক্তি দাবি করেছেন।

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!