• ঢাকা
  • মঙ্গলবার, ০৮ অক্টোবর, ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১

রাজধানীতে আজ হেফাজতে ইসলামের গণসমাবেশ


নিজস্ব প্রতিবেদক আগস্ট ১০, ২০২৪, ০৯:৪৬ এএম
রাজধানীতে আজ হেফাজতে ইসলামের গণসমাবেশ

ঢাকা : নৈরাজ্য প্রতিরোধ ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে আজ (শনিবার) বিকেল ৩টায় গণসমাবেশ করবে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

শুক্রবার (৯ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন সংগঠনটির যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।

তিনি জানান, দেশে চলমান নৈরাজ্য প্রতিরোধ ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে শনিবার বিকেল ৩ টায় বায়তুল মোকাররমের উত্তর গেটে গণ সমাবেশ অনুষ্ঠিত হবে।

সমাবেশে সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দরা উপস্থিত থাকবেন। এতে দেশের ধর্মপ্রাণ জনতা ও আলেম-ওলামাদের অংশ নেয়ার জন্য তিনি উদাত্ত আহ্বান জানান।

এমটিআই

Wordbridge School
Link copied!